X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টিউলিপের পাশে দাঁড়ালেন রূপা হক

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৩

 

টিউলিপ সিদ্দিক ও রূপা হক এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন দলটির আরেক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই সেখানকার ঘটে যাওয়া বিষয়ে টিউলিপ সিদ্দিককে মুখপাত্র হিসেবে আশা করা অন্যায়।’ চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের সঙ্গে একজন টিভি সাংবাদিকের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিক্রিয়ায় রূপা হক এসব কথা বলেন।

এ প্রসঙ্গে রূপা হক বলেন, ‘টিউলিপের মতো আমিও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের (সমালোচকদের) ইচ্ছা অনুযায়ী আমাকেও বাংলাদেশের সব বিষয়ের প্রতিনিধিত্ব করতে হবে? তাহলে  আর কোনও চাপ থাকবে না?’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার যে কারও জন্য বিশাল ব্যাপার হতে পারে। এজন্য পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও পররাষ্ট্র দফতর আছে, যারা এ নিয়ে সঠিক মাধ্যমে কথা বলবেন। আমাদের মতো পেছনের বেঞ্চের এমপিরা নন, বৈদেশিক ও কমনওয়েলথ অফিসই এসব নির্ধারণ করে। 

বাংলাদেশে গণতান্ত্রিক কার্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে স্বীকার করে রূপা বলেন, ‘এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত পার্লামেন্টারি ডেলিগেশনে আমি বিষয়টি নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছি। অসাম্প্রদায়িক ব্লগারদের অপহরণ ও গুমের ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টেও উদ্বেগ প্রকাশ করেছি।’  তবে এটা তার আসল কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার কাজ হলো ব্রিটেনে আমার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করা।’

উল্লেখ্য, একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় চ্যানেল ফোরের এক সাংবাদিক টিউলিপ সিদ্দিকের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চান। এসময় বিষয়টি নিয়ে ওই চ্যানেলের রিপোর্টার অ্যালেক্স থমসনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ওই চ্যানেলের প্রযোজক ডেইজি অ্যাইলেফির উদ্দেশে তার গর্ভের শিশুর ভবিষ্যৎ নিয়ে টিউলিপ মন্তব্য করেন। এ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি।

 

/আরএ/এমএনএইচ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন