X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জেরুজালেমের ওপর আঘাত আগুন নিয়ে খেলার শামিল: ট্রাম্পকে পিএলও

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:০৩

জেরুজালেমের ওপর যে কোনও ধরনের আঘাত আসলে তা হবে ‘আগুন নিয়ে খেলা’র শামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিচ্ছেন; এমন খবরের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন পিএলও এমন হুঁশিয়ারি দিয়েছে। মুসলিম-খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রভূমিকে কেবল ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে বলেও মন্তব্য করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় ও জ্যেষ্ঠ কর্মকর্তারা সম্ভাব্য পদক্ষেপটিকে ধ্বংসাত্মক আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিরিদের বিক্ষোভ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের শুক্রবারের এক প্রতিবেদনে জানায়, চলতি মাসের ৬ তারিখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করতে পারেন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলেই জেরুজালেম ইসরায়েলি রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি পাবে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, দখলকৃত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার দাবিকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হলে তার প্রভাব হবে ধ্বংসাত্মক।

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন-পিএলও মহাসচিব সায়েবে এরেকাত বলেন, জেরুজালেম শুধু ফিলিস্তিনের জন্যই নয়, সারা বিশ্বের মুসলিম ও খ্রিস্টানদের জন্যও স্পর্শকাতর বিষয়। মার্কিন প্রশাসন জেরুজালেমের ঐতিহাসিক তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তারা। ‘আমাদের বলা হচ্ছিলো, অভ্যন্তরীণ মার্কিন সংকটের কারণে (ট্রাম্প অথবা অন্য কারও সঙ্গে মার্কিন নীতিপ্রণেতাদের সংকট)  নির্বাচনের সময়কার ওই অঙ্গীকার স্থগিত রাখা হয়েছে। অবশ্য সেসব আমাদের দেখার বিষয় নয়। বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।  জেরুজালেম, আল আকসা মসজিদ কিংবা সেখানকার চার্চের ওপর যে কোনও ধরনের আঘাত আসলে তা হবে আগুন নিয়ে খেলার শামিল।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনার বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায়,  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ও সেখানে দূতাবাস সরিয়ে নেওয়া দুটোই শান্তি প্রক্রিয়ার জন্য সমানভাবে ভয়ঙ্কর। এটা এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানান,  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা শান্তি প্রক্রিয়া ধ্বংস করে দেবে।

গত বছরের নভেম্বরে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, ট্রাম্প নির্বাচিত হলে তার প্রশাসন ইসরাইলে মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাবে। এক বিবৃতিতে জেরুজালেমকে ‘ইহুদিদের চিরন্তন রাজধানী’ বলেও উল্লেখ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘শহরটিকে অবশ্যই ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে।’ তখন ট্রাম্পের উপদেষ্টা ফ্রাইডম্যান ওই বিবৃতি সম্পর্কে বলেন, ‘জনমতের ভিত্তিতে’ এমনটা করতে চান ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডম্যান বলেন, ‘এটা নির্বাচনের প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষার আকাঙ্ক্ষাও আমাদের রয়েছে।’ পরে অবশ্য সেখান থেকে সরে আসার কথা জানায় ট্রাম্প প্রশাসন। তবে আবারও একই প্রশ্নে ট্রাম্প প্রশাসনের পুরনো জায়গায় ফেরার কথা জানা গেল।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমের সঙ্গে ইসরায়েলের ঐক্য এবং পরবর্তী সময়ে এ অঞ্চলের দখলদারিত্ব নেওয়ার প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে জাতিসংঘ। অন্যদিকে ফিলিস্তিনিরাও জেরুজালেমকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে। যার মধ্যে মুসলমানদের একাধিক পবিত্র স্থান রয়েছে। তাদের এ ধরনের দাবি এবং ইসরায়েল,  আমেরিকা ও তাদের মিত্রদের বিরোধিতা করায় মধ্যপ্রাচ্য জুড়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অধিকারকর্মী,  সরকারি কর্মকর্তা এবং চরমপন্থীরা।

 

 

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!