X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অযোধ্যায় রামমন্দির নির্মাণে আরএসএস’র হুমকি

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২১:১৩

ভারতের ক্ষমতাসীন বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ঘোষণা দিয়েছে,  অযোধ্যার বিতর্কিত ভূমিতে শুধু রাম মন্দিরই নির্মাণ করা হবে। অন্য কোনও নির্মাণ নয় এবং সেই নির্মাণ কাজ শুরু হবে আগামী বছর থেকে। আদালতের বাইরে আপোস মীমাংসায় তারা আগ্রহী নয়।

অযোধ্যায় রামমন্দির নির্মাণে আরএসএস’র হুমকি

অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ২৫তম বর্ষপূর্তির আগে মৌলবাদী বিশ্ব হিন্দু পরিষদ কর্নাটকের উড়ুপিতে আরএসএস আয়োজিত ধর্ম সংসদ থেকে ঘোষণা করে, আগামী বছর থেকে অযোধ্যার বিতর্কিত জমিতেই শুরু হবে রাম মন্দির নির্মাণ। ওই জমিতে অন্য কোনও স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু কর সেবকরা বাবরি মসজিদ ভাঙার পর কেটে গেছে ২৫ বছর। এলাহাবাদ হাই কোর্টে একবার রায় ঘোষণার পরেও তার চূড়ান্ত মীমাংসা হয়নি। ওই রায়ে বিতর্কিত জমিকে বিবদমান তিন পক্ষের মধ্যে তিনটি ভাগে ভাগ করা হয়। তখন অযোধ্যার বিতর্কিত জমির মামলা চলে যায় শীর্ষ আদালতে। সম্প্রতি আর্ট অফ লিভিং-এর ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর আদালতের বাইরে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এক মীমাংসা করার উদ্যোগ নেন। কিন্তু সংঘ পরিবার তাতে আমল দেয়নি। তাদের মতে, ধর্ম সংসদই বলবে শেষকথা।

এই অবস্থায় আএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন,  অযোধ্যার রামজন্মভূমিতে রাম মন্দিরই আমাদের বানাতে হবে, সেখানকার পাথর দিয়েই। আর সেই নির্মাণ শুরু হতে আর দেরি নেই। আগামী বছর থেকেই শুরু হবে সেই নির্মাণ কাজ।  এটা হাততালি কুড়াবার ঘোষণা নয়। গভীর ধর্মবিশ্বাস থেকেই করা হয়েছে, যা পাল্টানোর কোনও সুযোগ নেই।

আরএসএসের ঘোষণায় সরব হয় মুসলিম শিবিরও। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে হায়দ্রাবাদের সাংসদ ও এআইএমআইএম-এর সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, সংঘ পরিবার আগুন নিয়ে খেলছে। সুপ্রিম কোর্টকে পর্যন্ত পরোয়া করছে না। করলে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে এমন মন্তব্য কেউ করতে পারে না।

মুসলিম পার্সোনাল ল' বোর্ডের মুখপাত্র মাওলানা খালিদ সইফুল্লা রেহমানি জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিচার বিভাগের ওপর আমাদের আস্থা আছে। শীর্ষ আদালতের রায় আমরা বাস্তবায়িত করার চেষ্টা করবো। কিন্তু তার আগেই বিশ্ব হিন্দু পরিষদ আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

কংগ্রেস পার্টির মুখপাত্র আনন্দ শর্মাও কাছাকাছি মন্তব্য করে বলেছেন, বিশ্ব হিন্দু পরিষদ এই ধরনের ঘোষণায় সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। অযোধ্যা মামলায় যা অবস্থান নেওয়ার, তা শীর্ষ আদালতই নেবে।

উল্লেখ্য, আগামী ৫ই ডিসেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হচ্ছে। সূত্র: ডয়চে ভেলে।

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী