X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জেরুজালেম নিয়ে উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:১০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৩৬

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আর হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী ও জর্ডানের বাদশার সঙ্গেও ফোনে কথা বলবেন বা বলেছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এমন সময় ট্রাম্প ফোন দিলেন যখন পুরো আরববিশ্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির বিরোধিতা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে উভয় নেতার ফোনালাপের বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে ৪ ডিসেম্বর সময়সীমা পার হয়ে গেছে। সোমবার দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা না দেওয়ায় দেশটির আইন অনুযায়ী আরও ছয় মাসের মধ্যে দূতাবাস সরছে না। দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করলেও আশঙ্কা রয়েছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করতে পারেন ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জর্ডানের বাদশা আব্দুল্লাহ’র সঙ্গেও কথা বলেছেন অথবা বলবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বাদশা আব্দুল্লাহ ও মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার কথা প্রেসিডেন্টের। পরে আমরা এসব ফোনালাপের বিস্তারিত জানাব।

গত সপ্তাহে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছিলেন বুধবার ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারেন। তবে ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার জানিয়েছিলেন, ট্রাম্প এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এর আগে সোমবার সৌদি আরব বলেছে চূড়ান্ত মীমাংসার আগে এ ধরনের পদেক্ষেপ ইসরায়েলফিলিস্তিন দ্বন্দ্বে ক্ষতিকর প্রভাব ফেলবে।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিষয়টিতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করে বলেনযুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে।  জর্ডান এ সিদ্ধান্ত বাস্তবায়নের ভয়ংকর পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। আরব লীগের প্রধান আবুল ঘেত বলেছেন,  এ পদক্ষেপ ধর্মান্ধতা ও সহিংসতার জন্ম দেবে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ বলেছেনএটা  ব্যাপক বিপর্যয় ডেকে আনবে।

 

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!