X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে সৌদি অবরোধে ধৈর্য হারিয়েছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৭
image

সৌদি জোটের বিমান হামলা এবং গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের অবরুদ্ধ লোকজনের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি নেতৃত্বাধীন জোটের এ অবরোধের ব্যাপারে ওয়াশিংটন ধৈর্য হারিয়ে ফেলেছে বলেও উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর খবর থেকে এসব কথা জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে অভিযান চলমান থাকার মধ্যেই এক মাস আগে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের প্রায় ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবস্থান করছে। কলেরা ও ডিপথেরিয়া ছড়িয়ে পড়েছে। দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বলছে, হুদাইদাহ ও সালিফ বন্দরে প্রথম দফায় খাদ্য ও জ্বালানি পৌঁছালেও যে পরিমাণ সহায়তা দরকার সেই তুলনায় তা খুবই সামান্য। কারণ, ২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ইয়েমেন প্রায় সম্পূর্ণভাবে খাদ্য, জ্বালানি ও ওষুধের ওপর নির্ভরশীল।  

এই পরিস্থিতিতে বুধবার একটি বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি আমার প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি তারা যেন ইয়েমেনের অসহায় মানুষদের কাছে খাদ্য, জ্বালানি, পানি এ ওষুধ পৌঁছানোর সুযোগ দেওয়ার জন্য সৌদি নেতৃত্বকে অনুরোধ করেন। মানবিক কারণে জরুরি ভিত্তিতে এটা করা উচিত।’ ট্রাম্পের এ বিবৃতিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। ট্রাম্পের বিবৃতিটি দিতে অনেক দেরি হলেও তা খুব জরুরি’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টার অভিযোগে ওই অবরোধ আরোপ করা হয়। অবশ্য, পরে ওই অবরোধ শিথিল করা হলেও এবং বুধবার তা ভেঙে যাওয়ার আভাস মিললেও ইয়েমেনের জনগণ এখনও অনেক শোচনীয় পরিস্থিতিতে আছে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়