X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মার্কিন দূতাবাস বন্ধ ও রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি জর্ডানিদের

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:১৪
image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তের প্রতিবাদে জর্ডানের আম্মানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানে মার্কিন দূতাবাস বন্ধ এবং রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

জর্ডানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। মধ্যপ্রাচের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়।

আল জাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে জর্ডানের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামি আন্দোলনের সংগঠন এবং দলনিরপেক্ষ সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার ও শুক্রবার জর্ডানের বিভিন্ন শহরে এবং মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার জর্ডানিরা আম্মানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন।

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া এবং প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষোভে শামিল হন তারা। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এদিন এক কাতারে জড়ো হন। ‘জর্ডানের মাটিতে কোনও মার্কিন দূতাবাস নয়’ এবং ‘জর্ডানের মাটিতে কোনও মার্কিন ঘাঁটি নয়’ বলে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তবে তার মধ্যেও দুপুর পার করে সন্ধ্যা পর্যন্ত মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

এদিকে বৃহস্পতিবার আম্মোনে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি দূতাবাসের সরকারি সেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে এবং কর্মীদের চলাফেরার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!