X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতে চার সহকর্মীকে গুলি করে মারলেন সিআরপিএফ কনস্টেবল

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৩

 

 

সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছেন ভারতের ছত্তিসগড়ের আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কনস্টেবল। গুলিতে কর্মকর্তাসহ ৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। অভিযুক্ত কনস্টেবল সনৎকুমারকে (৩৫) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

ফাইল ছবি

শনিবার সন্ধ্যা ৫টার দিকে মাওবাদী অধ্যুষিত ছত্তিসগড়ের বীজাপুর জেলার বাসগুডা সিআরপিএফ ক্যাম্পের ওই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআরপিএফের পক্ষ থেকেও তদন্ত চলছে। নিহতরা হলেন- উপপরিদর্শক বি কে শর্মা (৩৪), উপপরিদর্শক মেঘ সিং (৫২), সহকারী উপপরিদর্শক রাজবীর (৪৮) এবং কনস্টেবল জি এস রাও (৩৭)। এছাড়া গজানন্দ নামে এক কনস্টেবলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জম্মু-কাশ্মির, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও রাজস্থানের বাসিন্দা।

সিআরপিএফ একজন মুখপাত্র দীনাকরণ মোজেস বলেন, ‘ঝগড়ার পর সনৎকুমার অন্যদের দিকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালায়।’ রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দর রাজ ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘সেখানে কী হয়েছে, কেন হয়েছে আর কোন পরিস্থিতিতে হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’  

বস্তারের পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহাকে উদ্ধৃত করে পার্সটুডের খবরে বলা হয়েছে, শনিবার বিকেল ৫ টা ১৫ মিনিটে ওই ঘটনা ঘটেছে। উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে ঝগড়ার জেরে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালান কনস্টেবল সনৎকুমার।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ওই ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহত সিআরপিএফ সদস্যের আরোগ্য কামনা করেন। এর আগে গত জানুয়ারিতেও এই বাহিনীর এক সদস্য চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেন।

খনিজ সম্পদে সমৃদ্ধ ছত্তিশগড়ে প্রায় তিন দশক ধরে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটছে। সেখানে সরকার খনিজ সম্পদ নির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নিলে মাওবাদী গেরিলারা তার বিরোধিতা করে আসছে। ওই অঞ্চলে মাওবাদীবিরোধী অভিযানের জন্যই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীটিকে মোতায়েন করা হয়েছে।  

/আরএ/বিএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা