X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জেনেভায় সিরীয় সংকট সমাধানে সুবর্ণ সুযোগ হারিয়েছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩

 

সিরিয়া সংকট সমাধানে বৃহস্পতিবার জেনেভায় শেষ হওয়া সংলাপে সুবর্ণ সুযোগ হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিরীয় সরকার ও বিরোধীপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ও জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারকে রাজি করাতে আগামী মাসের সংলাপে নতুন ধারণা খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

স্টাফান দে মিস্তুরা

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ সংলাপে বসতে আপত্তি করে কোন পক্ষই ‘ভন্ডুল’ করে দেয়নি। তবে সংলাপের ব্যর্থতার জন্য মিস্তুরা সরকারপক্ষকেই বেশি দোষারোপ করেন।  জেনেভায় পৌঁছে ভবিষ্যতে আসাদের যে কোনও ভূমিকার বিষয়ে আপত্তি তোলায় সিরিয়ার বিরোধীদের প্রতিও অসন্তুষ্টি জানিয়েছেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকটিতে সরকারবিরোধী অনমনীয় অবস্থার পরিবর্তনে পরিণত অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দে মিস্তুরা।    

এক সংবাদ সম্মেলনে দে মিস্তুরা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বাস্তব মীমাংসা খুঁজে বের করা। খোলাখুলি বললে আমরা তেমন কোনও সমঝোতায় পৌঁছাতে পারিনি। অন্যভাবে বললে, বাস্তবে কোনও মীমাংসা হয়নি।’ তিনি আরও বলেন, ‘পরিশেষে বলতে পারি, এই সংলাপে আমরা বিশাল একটি সুযোগ হারিয়েছি। সামরিক অভিযান বন্ধের ব্যাপারে অনেক পক্ষের ইঙ্গিত থাকায় বছরের শেষে একটা সুবর্ণ সুযোগ এসেছিল।’

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পরই মহাসচিব অ্যান্থিনিও গুতেরেসের সঙ্গে দেখা করতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন বলে জানান মিস্তুরা। তিনি বলেন, ‘সংলাপকে এগিয়ে নিতে আমাকে বিশেষ করে সংবিধান ও নির্বাচনের জন্য নতুন ধারণা নিয়ে আসতে হবে। জানুয়ারিতে পরবর্তী জেনেভা সংলাপ এই ফলাফলের উপরই নির্ভর করবে।’

আগামী বছরের শুরুর দিকে রাশিয়ার ব্ল্যাক সি রিসোর্টে অনুষ্ঠিতব্য সম্মেলনে সিরিয়ার সংবিধান এবং নির্বাচন নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে আসন্ন ওই সম্মেলনের ব্যাপারে জানতে চাওয়া হলে বিরোধী পক্ষের মুখপাত্র ফিরাস আল খালিদি আল জাজিরাকে বলেছেন, সোচি সম্মেলনের আলোচ্যসুচি নিয়ে তাদের আগ্রহ নেই। সিরিয়ায় রাজনৈতিক রূপান্তর আনার পরিকল্পনা, সিরিয়ার শরণার্থীদের ফেরা নিশ্চিত করা এবং সরকার নিয়ন্ত্রিত কারাগারে বন্দিদের প্রসঙ্গ যুক্ত করে যদি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়, তবেই কেবল সোচি সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা। মিস্তুরা জানিয়েছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ভাগ্য কী হবে সেই বিষয়টি আলোচনার টেবিল থেকে না সরালে সরকারপক্ষও সরাসরি সংলাপে রাজি নয়।

সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে বেশ কয়েক দফায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার পরও কোনও সমাধানে পৌঁছানো যায়নি। জাতিসংঘের মধ্যস্ততায় এরই মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়। অন্তর্বর্তী সরকারে আসাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে তা নিয়ে মতানৈক্য থাকায় বিরোধীরা গত কয়েক মাসে ফলপ্রসূ আলোচনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। তবে অক্টোবর-নভেম্বর মাসে আবারও শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে গত আগস্টে আশাবাদ প্রকাশ করেছিল জাতিসংঘ। সেই অনুযায়ী, গত ২৮ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় এই আলোচনা চলে।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ