X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া প্রশ্নে ট্রাম্প-পুতিন ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০০:০৯
image

উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুতিনের ১৩ তম বার্ষিক সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এই দুই শক্তিধর দেশের নেতার মধ্যে ফোনালাপ হয়। শুক্রবার (১৫ ডিসেম্বর) ক্রেমলিন ও হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি খবরটি জানিয়েছে

ট্রাম্প ও পুতিন
বিবৃতিতে ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এই দুই নেতা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারেও সম্মত হয়েছেন তারা।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সম্মেলনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়’ অর্থনৈতিক কৃতিত্বের কথা স্বীকার করায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়া পরিস্থিতির সমাধানে একসঙ্গে কাজ করার ব্যাপারেও দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে।

বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনীতির প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, ‘বাজারের দিকে দেখুন, এগুলো সমৃদ্ধ হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের অর্থনিতর প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রমাণ। এর মানে হলো ট্রাম্প এই এলাকায় যা করছেন তার ওপর আস্থা রাখেন তারা।’ সম্মেলনে উত্তর কোরিয়ার ওপর সম্ভাব্য মার্কিন হামলার পরিণতি ভয়াবহ হবে বলেও ওয়াশিংটনকে হুঁশিয়ার করেন পুতিন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। 

পুতিন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার বাহিনীকে উত্তর কোরিয়ার ওপর আগে ভাগে হামলার নির্দেশ দেন তাহলে মার্কিন সেনারা সব লক্ষ্যবস্তুর ওপর হামলা করতে সক্ষম হবে না এবং তার পরিণতি হবে ভয়াবহ। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি দু পক্ষের এখন এই শোচনীয় পরিস্থিতিতে শান্ত হওয়া উচিত।’

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব (ফিজিক্যাল রেসপন্স) বলে মনে করে। আর এ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে। 

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা