X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে যিশুর শহরেই বড়দিনের উৎসবে কাটছাঁট

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:০৫

যিশু খ্রিস্ট যে শহরে বড় হয়েছেন বলে বিশ্বাস করা হয় সেই নাজারেথ শহরেই এবার বড়দিনের উৎসবে কাটছাঁট এসেছে। বাদ দেওয়া হয়েছে বেশকিছু নিয়মিত কর্মসূচি। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এসব কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে যিশুর শহরেই বড়দিনের উৎসবে কাটছাঁট যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি ভেঙে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন। এ ঘোষণার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা ব্যাহত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্টের আরব ও পশ্চিমা মিত্ররাও অসন্তুষ্ট হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের নাজারেথ শহরে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে প্রায় ৭৬ হাজার মানুষের বসবাস। বড়দিনের উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দু এই শহর। এই শহরেই যিশু খ্রিস্ট বড় হয়েছেন। শহরটির কেন্দ্রস্থলে একটি বিশাল গির্জা রয়েছে যাকে ‍যিশুর মা মেরির ছোটবেলার বাড়ি বলে মনে করা হয়।

নাজারেথ শহরের মুখপাত্র সালেম সাহারা বলেন, আমরা বড়দিনের ঐতিহ্যবাহী গান ও নাচের কর্মসূচি বাদ দিয়েছি। কারণ জেরুজালেম ইস্যুতে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে আমরা সংশয়ে আছি। তবে শহরের বাজারের দোকান ও ঐতিহ্যবাহী ক্রিসমাস চার্চ সেবা প্রতি বছরের মতোই হবে।

নাজারেথ শহরের মেয়র আলী সালাম বলেন, যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপ আমাদের আনন্দ কেড়ে নিয়েছে।

ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার এক ঘণ্টার মধ্যেই এর প্রতিবাদে যিশুর জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহাম ও পশ্চিম তীরের রামাল্লার ক্রিসমাস লাইট বন্ধ করে দেওয়া হয়। তবে পর্যটন মৌসুমে বড়দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হবে কিনা বেথেলহাম পৌরসভার পক্ষ থেকে তা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মপ্রচারকরা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিতে চাপ দিলেও সারা বিশ্বের খ্রিস্টান নেতারা এর বিরোধিতা করেছেন।

সাউথ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা এবং কেপটাউনের আর্চ বিশপ নোবেলজয়ী ডেসমন্ড টুটু যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘যন্ত্রণাময় ও বৈষম্যমূলকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি ঈশ্বরকেও কাঁদিয়েছে।’

চুপ থাকতে পারছেন না উল্লেখ করে পোপ ফ্রান্সিসও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। এক জমায়েতে তিনি বলেন, ‘জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সবাই শহরটির মর্যাদাকে সম্মান জানিয়ে তা অক্ষুণ্ন রাখবে বলে হৃদয় থেকে কামনা করছি।’

জেরুজালেমে বসাবসরত খ্রিস্টানরাও ট্রাম্পকে ওই পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। সেখানকার খ্রিস্টান আর্চবিশপ মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমরা নিশ্চিত এই পদক্ষেপ ভয়ঙ্কর মাত্রায় ঘৃণা, দ্বন্দ্ব, সহিংসতা ও ভোগান্তি বাড়াবে। ঐক্য ভেঙে আমাদের আবারও  ধ্বংসাত্মক বিভাজনের দিকে নিয়ে যাবে।’

/আরএ/এমপি/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া