X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পেন্সের জেরুজালেম সফরকে প্রত্যাখ্যানের আহ্বান হামাসের

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

 

 

আনুষ্ঠানিকভাবে জনমতের পক্ষে এসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জেরুজালেম সফরকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলেইস্ট মনিটর।

মাইক পেন্স

খবরে বলা হয়, এক লিখিত বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার নেতা হাসাম বাদরান পেন্সের জেরুজালেম ভ্রমণকে তাদের ‘জনগণের জন্য চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বাদরান ‘সম্ভাব্য সব জায়গায় বিশেষ করে জেরুজালেম ও আল আকসা মসজিদের চারদিকে বিক্ষোভ করার পাশাপাশি ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করা’র জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

ইসরায়েল সফরে এসে মাইক পেন্স জেরুজালেমের বিতর্কিত ‘আল বুরাক ওয়াল’ পরিদর্শন করবেন বলে অনুমান করা হচ্ছে। ইহুদিরা ওই দেওয়ালকে ‘ওয়েলিং ওয়াল’ হিসেবে উল্লেখ করে প্রাচীনকালে সেখানে দুটি বিখ্যাত ইহুদি মন্দির ছিল বলে দাবি করে থাকে। আর মুসলিমরা দেওয়ালটিকে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের অংশ হিসেবে মনে করে।

৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে।

ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার পরপরই জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু বিক্ষোভকারী। তারপরও দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা।

এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পেন্সের সঙ্গে তার বৈঠক বাতিল করেছেন। ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি।

/আরএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়