X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রয়টার্স সাংবাদিকদের বিরুদ্ধে মামলার অনুমতি

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৫

মিয়ানমারে গ্রেফতার হওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের দাপ্তরিক গোপনীয়তা আইনে মামলার অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট তিন কিয়াও। মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা ওই সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নেত্রী অং সান সু চির মুখপাত্র জাও তাই। সোমবার রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্রেফতার দুই সাংবাদিক

মঙ্গলবারে নিমন্ত্রণ পেয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে পুলিশ কার্যালয়ে গেলে ওয়া লোন ও কিয়াও সোয়ে উকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় ওই সাংবাদিকদের বিরুদ্ধে বেআইনিভাবে তথ্য সংগ্রহ করে বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশের চেষ্টা করছে বলে জানায়। এসময় তারা একজোড়া হাতকড়ার ছবিও প্রকাশ করে। দাপ্তরিক গোপনীয়তা আইনে গ্রেফতার দুই সাংবাদিকের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে। একই আইনে পুলিশের ক্যাপ্টেন মোয়ে ইয়ান নাইং ও সার্জেন্ট খিন মাউং লিনকেও গ্রেফতার করা হলেও তাদের বিরুদ্ধেও মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর দুই সাংবাদিককে তাদের পরিবার কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার ওয়া লোনের স্ত্রীকে পুলিশ বলেছিল, তাদের একটি গোপন জায়গায় নেওয়া হয়েছে। দুই তিন দিনের মধ্যে তাদের থানায় ফিরিয়ে আনা হবে। তবে তারপরের ছয়দিনেও তাদের খোঁজ পাওয়া যায়নি।

এদিকে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলারসহ বিশ্বজুড়ে সাংবাদিক ও মানবাধিকার সংস্থাগুলো কঠোর সমালোচনা করেছে। তারা এই গ্রেফতারকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা বলে অভিহিত করে তাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন।

 

/আরএ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা