X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ সেনারা আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে: থেরেসা মে

অদিতি খান্না, যুক্তরাজ্য
২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইপ্রাস সফরকালে শুক্রবার দেশটির ব্রিটিশ ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এ সফরকে সেনাদের জন্য বড়দিনের উপহার হিসেবে দেখা হচ্ছে।

থেরেসা মে সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসের অ্যাকরোতিরি ঘাঁটিতে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের পুরুষ ও নারী সদস্যদের কাজের প্রশংসা করেন। এ ঘাঁটিতে কর্মরত ব্রিটিশ সেনারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মধ্যপ্রাচ্যে আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার লড়াইয়ে তাদের জোরালো ভূমিকা ছিল।

থেরেসা মে বলেন, তিন বছর আগে দায়েশ (আইএস) ইরাক ও সিরিয়ায় কথিত খিলাফত ঘোষণা করে। সেখানে তারা বর্বর কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্বর্গরাজ্য গড়ে তোলে। সেখান থেকে আমাদের দেশের রাস্তায় হত্যাযজ্ঞ চালানোর ষড়যন্ত্র করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। কথিত সেই খিলাফত ধ্বংস হয়েছে। ইরাক ও সিরিয়ায় তাদের আর উল্লেখযোগ্য কোনও ভূমি নেই। এই কৃতিত্ব আপনাদের। এজন্য আপনাদের গর্বিত হওয়া উচিত।

২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো সিরিয়া অভিযানে অংশ নেয় সাইপ্রাসের ঘাঁটিতে দায়িত্বরত ব্রিটিশ সেনারা। সেখানকার একটি বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাজ্যের টর্নেডো জিআরফোর যুদ্ধবিমান।

সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় যুক্তরাজ্যের ওই জঙ্গিবিরোধী অভিযানকে স্বাগত জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ সাইপ্রাস সফরে এসে বৃহস্পতিবার আইএসবিরোধী লড়াইয়ে ব্রিটিশ সেনাদের ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান