X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি, সতর্ক অবস্থানে উত্তর প্রদেশের পুলিশ

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:০৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:২০
image

বড়দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেওয়া হিন্দু জাগরণ মঞ্চের হুমকি মোকাবিলায় উত্তর প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। আলিগড় স্কুলে বড়দিন পালন নিয়ে হুমকি দিয়েছিলো আরএসএস সমর্থিত গ্রুপটি। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি, সতর্ক অবস্থানে উত্তর প্রদেশের পুলিশ প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে, আলিগড় স্কুল যদি বড়দিন উদযাপন করে তবে সেটার দায়ভার তাদের নিজেদেরই নিতে হবে। তাদের দাবি, বড়দিনের উৎসব পালন আসলে হিন্দু শিক্ষার্থীদের জোর করে ধর্মান্তকরণের একটি ধাপ মাত্র, ফলে তা বন্ধ রাখতে হবে।

আলিগড়ের অনেক স্কুলই এই হুমকি চিঠি পাওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই কঠোর অবস্থানে যায় পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি আনন্দ কুমার বলেন, ‘সব জেলা পুলিশ প্রধানকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিনের উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে সেই বিষয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, কোনোরকম সহিংসতা কেউ চালাতে চাইলে কঠোর আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে তাদের।

আলিগড়ের এসএসপি রাজেশ পান্ডে বলেন, জেলা কর্তৃপক্ষ যেকোনো ধরনের অবরোধ মোকাবিলা করবে। তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল প্রশাসনকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। তারা বড়দিন পালন করতে পারে এবং কাউকেই আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা