X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্কিন সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন নৌ জেনারেল

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪
image

মার্কিন সেনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল রবার্ট নেলার। বৃহস্পতিবার নরওয়েতে অবস্থান করা মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধ আসন্ন। সবাইকে সতর্ক থাকতে হবে।’

নেলার
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অসলো থেকে ৩০০ মাইল উত্তরে ত্রন্দহেইমে মেরিন সেনাদের ক্যাম্প পরিদর্শনে যান নেলার। সেখানে ঠাণ্ডা আবহাওয়ায় যুদ্ধ প্রশিক্ষণ নিতে ৩০০ সেনা অবস্থান করছেন।

সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেলার বলেন, ‘আমি চাই আমার ধারণা ভুল হোক, তবে একটি যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। নিজেদের উপস্থিতির মধ্য দিয়ে আপনারা এখানে লড়াই করছেন, এটি একটি অনানুষ্ঠানিক লড়াই, একটি রাজনৈতিক যুদ্ধ।’

একইরকম কথা বলেছেন মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট মেজর রোনাল্ড গ্রিন। তিনি বলেন, ‘খেয়াল রাখবেন, আপনারা কেন এখানে এসেছেন। তারা (বিরোধী পক্ষের সেনারা) আপনাদেরকে নজরে রাখছে। যেমনটি আমরা তাদের ওপর রাখছি। বর্তমানে আপনারা ৩০০ সেনা এখানে অবস্থান করছেন। প্রয়োজন হলে রাতারাতি এই সংখ্যা বাড়িয়ে ৩০০০ করা যাবে।’

নেলারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এরিক ডেন্ট দাবি করেন, নেলারের বক্তব্য শুধুমাত্র অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ছিল। জেনারেল সৈন্যদেরকে এটাও জানিয়েছেন, রাশিয়া, চীন, ইরান বা উত্তর কোরিয়া যে চারটি দেশের কথা তিনি উল্লেখ করছেন তাদের কেউই যুদ্ধে যেতে চায়নি।  

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলে চীন ও রাশিয়াকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগ  শিবিরে অবস্থানরত সেনাদের সতর্ক করে বলেছেন, কোরীয় উপদ্বীপ অঞ্চলে ‘ঝড়ো মেঘ’ ঘনীভূত হচ্ছে।’

মিলিটারি ডট কমের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাদের নরওয়েতে অবস্থান করতে দেবার সিদ্ধান্ত নেওয়ায় দেশটির সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের অবনতি হতে পারে বলে অসলোকে সতর্ক করেছে রাশিয়া।

তবে নরওয়ের দাবি, ন্যাটোর সঙ্গে বন্ধন সুদৃঢ় করতেই যুক্তরাষ্ট্রের সেনাদের সে দেশে অবস্থান করতে দেওয়া হচ্ছে। এর ফলে তারা শীতার্ত আবহাওয়ায় কিভাবে সামরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে।

 

/এমএইচ/এফইউ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা