X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ায় পথচারীদের ওপর চলন্ত বাস, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ২২:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩০

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার বাসচাপায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। হঠাৎ করে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি আন্ডারপাসে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ায় পথচারীদের ওপর চলন্ত বাস, নিহত ৫ দুর্ঘটনায় চারজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউরি তিতভ জানিয়েছেন, ওই দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

৫৮ বছরের বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনও সংযোগ পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, চালক তাদের জানিয়েছে হঠাৎ করেই বাসটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত রুটেই চলছিল বাসটি। এক পর্যায়ে এর গতি বেড়ে যায়। ফুটপাত পার হয়ে সেটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

দক্ষিণ মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুরো মস্কোর সব বাস পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, চালকসহ বাসটিতে চারজন আরোহী ছিল। কিন্তু বাসটি অটোমেটিক স্টিকের সাহায্যে চলায় বাস থামাতে চালকের ১৫ মিনিটের চেষ্টা ব্যর্থ হয়।

মস্কোর পরিবহন দফতর অবশ্য জানিয়েছে, বাসটিতে কোনও সমস্যা ছিল না।

রুশভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, বাসটির বয়স ছিল এক বছরের কম। সূত্র: বিবিসি, গালফ টাইমস।

/এমপি/
সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’