X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪০

পিয়ংইয়ং-এর পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ সংবাদমাধ্যম আরআইএ-কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে এ আহ্বান জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান রাশিয়ার সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংকটে উসকানি দেয় এমন পদক্ষেপ নেওয়া থেকে শুধু উত্তর কোরিয়া নয়; বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও বিরত থাকা উচিত। শেষ পর্যন্ত আলোচনার প্রক্রিয়া শুরু করা উচিত।

উত্তর কোরিয়ার ‘মারাত্মক’ পরমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাশিয়ার উদ্বেগের কথাও পুনর্ব্যক্ত করেন সের্গেই ল্যাভরভ। তবে তিনি জানান, এমন পরিস্থিতিতেও দেশটির সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখবে মস্কো।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কয়েকদিনের মাথায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো। এর আগে জাতিসংঘের ওই নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই নিষেধাজ্ঞায় সমর্থনকারীদের শাস্তির দেওয়ারও হুমকি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের উত্থাপিত ওই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ায় বছরে ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল, কেরোসিন ও ডিজেল সরবরাহ সীমিত করে ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনা হয়েছে। এর আগে যা ২০ লাখে সীমিত করা হয়েছিল। এছাড়া আগামী দুই বছরের মধ্যে অন্য দেশে কর্মরত উত্তর কোরিয়ার কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে মূলত এ বার্তাই দেওয়া হলো যে, এরপরও তারা বেপরোয়া আচরণ করলে আরও শাস্তি পাবে এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

২০১৭ সালে এ নিয়ে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। গত ১১ বছরে এই সংখ্যা ১০ বার। দেশটির অর্থনীতিতে এসব নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়ছে। তবে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র আমাদের পরমাণবিক শক্তিতে ভীত হয়ে পড়েছে। তাই তারা আমাদের দেশের ওপর কঠিন নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে।’ সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি