X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় সাবেক আইএস যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৫

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাবেক যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ করেছেন রাশিয়ার সেনা প্রধান জেনারেল ভ্যালেরি জেরাসিমভ। তিনি দাবি করেছেন, সিরিয়াকে অস্থিতিশীল চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জেনারেল ভ্যালেরি জেরোসিমভ

জেনারেল ভ্যালেরি জানান, সিরিয়া ও ইরাকের দক্ষিণে মহাসড়কের পাশে যুক্তরাষ্ট্রের তানফ সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিটি অবৈধ বলে তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, ঘাঁটিটির আশপাশের এলাকা কৃষ্ণগহবরে পরিণত হয়েছে। এখানে জঙ্গিরা কর্মকাণ্ড চালাচ্ছে।

আইএস এই বছর সিরিয়া ও ইরাকে তাদের দখলে থাকা প্রায় সব ভূখণ্ড হারিয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ের প্রধান ক্ষেত্র শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তানফ ঘাঁটিটি অস্থায়ীভিত্তিতে ব্যবহার করা হয়। এখানে আইএসবিরোধী লড়াইয়ের অংশীদারদের প্রশিক্ষণ দেওয়া হয়। অতীতেও রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। ওয়াশিংটন জানায়, তারা আইএস যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে কাজ করছে।

তবে বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে জেনারেল জেরাসিমভ জানিয়েছেন, আইএসের সাবেক যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাবেক আইএস যোদ্ধারা এখন নিজেদের নিউ সিরিয়ান আর্মি বা অন্য নাম ব্যবহার করছে। তিনি দাবি করেন, রাশিয়ার স্যাটেলাইট ও ড্রোন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে জঙ্গি ব্রিগেডের উপস্থিতি শনাক্ত করেছে।

জেনারেল বলেন, তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। শাদাদি নামে যুক্তরাষ্ট্রের আরেকটি ঘাঁটিতেও অনেক জঙ্গি ও সাবেক আইএস যোদ্ধা রয়েছে। বস্তুত তারা আইএস। কিন্তু তারা পরাজিত হওয়ার পর এখন নতুন নাম নিয়েছে। তাদের কাজ হচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল করা।

সিরিয়া থেকে রাশিয়া নিজেদের সেনাদের একাংশ প্রত্যাহার করেছে। তবে জেরাসিমভ জানান, একটি বিমান ঘাঁটি ও নৌ ঘাঁটি ব্যবহার করা হবে। যদি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয় তাহলে এই দুই ঘাঁটি কাজে লাগাবে রাশিয়া।

 

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়