X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাবুলে সংবাদ সংস্থার কার্যালয়ের কাছে বোমা হামলা, নিহত অন্তত ৪০

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৭
image

আফগানিস্তানের কাবুলে সংবাদ সংস্থা আফগান ভয়েস এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্র তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে একটি বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হতাহতের খবরটি নিশ্চিত করেছে। এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী বোমা হামলা’ বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। আফগান ভয়েসের এক সাংবাদিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। আফগান ভয়েসের প্রবেশ পথেও একটি বিস্ফোরণ হয়েছে। 

সতর্ক অবস্থানে আফগান পুলিশ
স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে আফগান ভয়েস এবং তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে বোমাটির বিস্ফোরণ হয়। ওয়ান টিভি নিউজকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটি আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভবত একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে। হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধৃত করে টোলো নিউজ জানায়, বৃহস্পতিবার অ্যাক্টিভিস্টরা তেবিয়ান কালচারাল সেন্টারে একটি বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন। তখন এক আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ করে। আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাবিয়ান কালচারাল সেন্টারটি হামলার লক্ষ্য ছিল। আফগানিস্তানে সোভিয়েত অভিযানের ৩৮ তম বার্ষিকী পালনের জন্য সেখানে এক অনুষ্ঠান চলার সময় বোমাটির বিস্ফোরণ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী আফগান ভয়েসের ভবন ভেঙে গেছে।

আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি) হামলার নিন্দা জানিয়েছে। টুইটারে এজেএসসি জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য তাদের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। এর আগে আফগান তালেবানের পক্ষ থেকে হামলার দায় অস্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়।   

গত মে মাসে জালালাবাদে আফগানিস্তানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলায় ৬ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। নভেম্বরে বেসরকারি টেলিভিশন স্টেশন শামশাদ টিভিতে আইএস এর হামলায় অন্তত একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে টোলো নিউজের কর্মীদের বহনকারী একটি গাড়িতে হামলায় ৭ জন নিহত হয়। এর আগে তালেবানের কাছ থেকে হুমকি পেয়েছিল টোলো নিউজ।

এছাড়া ২০১৭ সালে কাবুলে বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়েছে। গত ৮ মার্চ শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় ৩০ জন নিহত হয়। ওই হামলায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও কর্তৃপক্ষ সন্দেহ করেছিল অন্য কোনও সংগঠন হামলায় জড়িত। এরপর গত ৩১ মে কূটনৈতিক এলাকার কাছে একটি ট্রাকে বোমা বিস্ফোরিত হয়। ওই হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। তবে কারা ওই হামলাটি চালিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ২১ অক্টোবর কাবুলের শিয়া মসজিদে হামলায় ৩৯ জন নিহত হয়। ওই হামলারও দায় স্বীকার করে আইএস। সর্বশেষ ২৫ ডিসেম্বর কাবুলে গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা হামলা হয় এবং আইএস এর পক্ষ থেকে দায় স্বীকার করা হয়।

 

/এফইউ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!