X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবার রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ায় তেল পাচারের অভিযোগ

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:০৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:১৬

 

 

 

চীনের পর এবার রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে তেল পাচারের  অভিযোগ তোলা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া অন্তত তিনবার কার্গো স্থানান্তরের মাধ্যমে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমা ইউরোপিয় নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ান তেলবাহী জাহাজ

জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞা অনুযায়ী, উত্তর কোরিয়ায় তেল সরবরাহ ৯০ শতাংশ কমিয়ে বছরে ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনা হয়েছে। আর অপরিশোধিত তেল সরবরাহ ৪০ লাখ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতাসম্পন্ন রাশিয়ার বিরুদ্ধেই জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ উঠল। এর আগে গত বুধবার নিরাপত্তা পরিষদের আরেক সদস্য চীনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে বলেন, ‘রাশিয়ার জাহাজ থেকে উত্তর কোরিয়ার জাহাজে পেট্রোকেমিক্যালে কার্গো স্থানান্তর করা হয়েছে। এটা উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার লঙ্ঘন। আরেকটি সূত্র উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার জাহাজ থেকে জাহাজ তেল বাণিজ্য রয়েছে বলে নিশ্চিত করেছে। তবে শেষ তেল সরবরাহের কোনও প্রমাণ নেই।  ইউরোপিয়ান নিরাপত্তা সূত্রটি বলেছে, ‘রাশিয়াই এটা ঘটাচ্ছে তার কোনও প্রমাণ নেই। কিন্তু রাশিয়ান জাহাজগুলো উত্তর কোরিয়ান জাহাজগুলোকে জ্বালানি সরবরাহ করছে।’

দুটি সূত্রই নৌ-গোয়েন্দা ও স্যাটেলাইটের ছবির বরাত ‍দিয়ে এ অভিযোগ করেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ববর্তী কোন বন্দরে এ ঘটনা ঘটেছে জানালেও তারা আর কোনও তথ্য জানাতে চায়নি।

 এদিকে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ও শুল্ক বিভাগ উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে। তেল পাচারে অভিযুক্ত জাহাজের মালিকও এমন কোনও কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে চীনের বিরুদ্ধেও উত্তর কোরিয়াকে তেল সরবরাহের অভিযোগ তোলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষোভ প্রকাশ করেন। তবে চীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক আন্তঃমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ায় ৯০ শতাংশ তেল রফতানি কমিয়ে বছরে ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনা হয়েছে। এছাড়া অপরিশোধিত তেলের সরবরাহও বছরে ৪০ লাখ ব্যারেলে কমিয়ে আনা হয়েছে।

 

/আরএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে ঝাঁকে ঝাঁকে পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে ঝাঁকে ঝাঁকে পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি