X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাবেক ফুটবল তারকা জর্জ উয়েহ লাইবেরিয়ার ২৪তম প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৭

 

 

লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ফুটবল তারকা জর্জ উয়েহকে বিজয়ী ঘোষণা করেছে। ২৬ ডিসেম্বর ভোটগ্রহণের পর শুক্রবার এ ফল ঘোষণা করা হয়। জর্জ উয়েহ হবেন লাইবেরিয়ার ২৪তম প্রেসিডেন্ট।

সাবেক ফুটবল তারকা জর্জ উয়েহ

এই নির্বাচনে উয়েহ’র গণতান্ত্রিক পরিবর্তন জোট ৬১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট যোসেফ বোয়াকাই’য়ের ইউনিটি পার্টি পেয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট।

বিজয়ী ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে উয়েহ’র বিজয় বক্তব্য দেওয়ার কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। দলের সদর দপ্তরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে চিৎকার শুরু করায় আর সম্প্রচার ব্যবস্থার সমস্যা থাকায় বক্তব্য বাদ দেওয়া হয়। তিনি পরে একদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

 সাবেক ফুটবল তারকা রাজনৈতিক হওয়ার পরে সিনেটর হয়েছেন আর এবার হলেন প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট হিসেবে তাকে ব্যাপক চ্যালেঞ্জের ‍মুখে পড়তে হচ্ছে। কারণ তার দেশের বেশিরভাগ মানুষ বিশেষ করে যুবকরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেন। আগামী ১৬ ডিসেম্বর তিনি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জনসন সিরলিফ এক নির্বাহী আদেশে যৌথ প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন টিম গঠন করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক প্রেসিডেন্টের কাছ থেকে আরেক প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রটোকল ও কৌশল নির্ধারণের জন্য ওই টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই টিম তাদের কাজ শেষ করলেই জর্জ উয়েহ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সূত্র- আনাদোলু এজেন্সি।

 

 

/আরএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়