X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

লর্ডকে ধর্মান্ধ আখ্যা দিয়ে ইসরায়েলি বিজ্ঞাপন

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৮:১২

নিউজিল্যান্ডের সংগীত শিল্পী লর্ডকে ধর্মান্ধ  পাতা জুড়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন একজন ইহুদি ধর্মগুরু (রাব্বি)।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর থেকে এসব কথা জানা গেছে।
নিউ জিল্যান্ডের পপ তারকা লর্ড

৩১ ডিসেম্বর সংস্করণের পঞ্চম পৃষ্ঠায় ইহুদিদের ধর্মগুরু শুমুলি বোটেক তার ‘বিশ্ব : মূলবোধ চক্র’ লেখায় বিজ্ঞাপনটি প্রকাশ করেন। এতে রাশিয়ার অনুষ্ঠানে অংশ নিলেও ‘ইসরায়েলকে বৈশ্বিক ইহুদি বয়কটে’ যোগ দিয়ে ইসরায়েলের অনুষ্ঠান বাতিল করায় ২১ বছর বয়সী গায়িকার সমালোচনা করেন। বিজ্ঞাপনে দেখা গেছে, কয়েকজন লোক শিশু কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছে এমন ছবির উপর তার বিশাল একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে। লেখাটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘সিরিয়াকে বাদ দিয়ে ইসরায়েলকে আক্রমণ করছে লর্ড ও নিউজিল্যান্ড’।

নিজ দেশ নিউজিল্যান্ডে বিতর্ক তৈরি হওয়ায় গ্র্যামিজয়ী পপশিল্পী-গীতিকার লর্ড ইসরায়েলের তেল আবিবে কনসার্ট করার পরিকল্পনা বাতিল করেন। লর্ডের প্রতি এক খোলা চিঠিতে ওই কনসার্টে অংশ না নেওয়ার আহ্বান জানান নিউজিল্যান্ডে বসবাসকারী সাবেক ফিলিস্তিনি নাগরিক নাদিয়া আবু সাহনাব ও জাস্টিন স্যাক। এরপর নিউজিল্যান্ডের ভক্তরাও লর্ডকে ওই কনসার্টে অংশগ্রহণ না করতে চাপ দেন। এর প্রতিক্রিয়ায় পপশিল্পী ওই কনসার্টের পরিকল্পনা বাতিল করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো জোট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় পরে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী বলে স্বীকৃতি দেয় মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি। ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে এখনও জ্বলছে পশ্চিমতীর, গাজা উপত্যকা আর পূর্ব জেরুজালেম। এর বিপরীতে অব্যাহত রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ইসরায়েলি দমনপীড়ন ও হত্যাযজ্ঞ।

খোলাচিঠিতে এই বাস্তবতায় ইসরায়েলে লর্ডের কনসার্ট ‘ভুল বার্তা’ দিতে পারে বলে সতর্ক করেন নাদিয়া ও জাস্টিন স্যাক। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপন করতে আসা মানুষের সামনে এক ভিডিও বার্তায় বোটেক তার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি নিউজিল্যান্ডকে ভালবাসি, এটা বিশ্বের সুন্দর দেশগুলোর একটি। কিন্তু নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা আর ধর্মান্ধতা ছড়াচ্ছে?!’

ইহুদিদের বিরুদ্ধে লর্ড বিদ্বেষ ও মিথ্যা ছড়াচ্ছেন অভিযোগ করে রাশিয়ায় তার উপস্থিতির সমালোচনা করেন। বোটেক বলেন, লর্ড সিরিয়ায় সুন্নি মুসলিমদের গণহত্যায় সাহায্য ও সমর্থন করছেন। ওয়াশিংটন পোস্টের বিজ্ঞাপনে বলা হয়, লর্ডের সিদ্ধান্ত ‘নিউজিল্যান্ডে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষে’র তাদের যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ার বহিঃপ্রকাশ।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির বিরুদ্ধে আনা জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রস্তাবেও ভোট দেয় নিউজিল্যান্ড। এছাড়া গত বছর ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা করে জাতিসংঘের প্রস্তাবের সহকারী উপস্থাপক হয় দেশটি। ওই প্রস্তাবের কারণে ইসরায়েলের সঙ্গে ছয় মাসের কূটনীতিক সম্পর্ক স্থগিত রাখা হয়। এসব ঘটনায় নিউজিল্যান্ডের সমালোচনা করেন বোটেক।

বিজ্ঞাপনে বলা হয়, ‘লর্ড মানবাধিকারের নিয়ে উদ্বিগ্ন থাকলেও আসাদের গণহত্যার শাসনে সহায়তাকারী পুতিনের রাশিয়ায় দুটি কনসার্টে অংশ নেন।’ বিজ্ঞাপনে বয়কটকারীদের উল্টো বয়কট করা আহ্বান জানিয়ে বলা হয়, ‘একুশ শতকে্ ইহুদি বিদ্বেষী ধর্মান্ধ লর্ড ও তার অনুসারীদের কোনও স্থান নেই।’ নিউজিল্যান্ডের ইহুদি কাউন্সিল ও জায়নবাদ ফেডারেশনও ইসরায়েলের কনসার্ট বাতিল করায় লোর্দের সমালোচনা করেছে। আর নিউজিল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইতঝাক জারবার্গ তাকে একান্তে সাক্ষাৎ করার আমন্ত্রণ জানিয়েছেন।

/আরএ/বিএ/
সম্পর্কিত
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান