X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় এক বছরে ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২৩:৩৯

সিরিয়ায় ২০১৭ সালে ১০ হাজার ২০৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সোমবার লন্ডনভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যার কথা জানিয়েছে। সংস্থাটির মতে, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর হাতেই বেশিরভাগ মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ায় হামলার ভয়াবহ চিত্র

এসএনএইচআর-এর প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা ছিল ২ হাজার ২৯৬ জন আর নারী ছিলেন ১ হাজার ৫৩৬ জন। মোট নিহতের মধ্যে ৪ হাজার ১৪৮ জন যাদের মধ্যে ৭৫৪ শিশু ও ৫৯১ জন নারীর মৃত্যু হয়েছে সরকারি বাহিনী ও সমর্থকদের নির্যাতন ও হামলায়। এছাড়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং ওয়াইপিডির হামলায় নিহত হয়েছেন ৩১৬ জন মানুষ। যাদের মধ্যে ৫৮ ও ৫৪ নারী রয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় নিহত হয়েছে ১ হাজার ৪২১ জন। এদের মধ্যে শিশুর সংখ্যা ২৮১ ও নারীর সংখ্যা ১৪৮।

প্রতিবেদন অনুসারে, আসাদবিরোধীদের হামলাও বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। এ সময়ে বিদ্রোহীদের হাতে নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা ২১১ জন। যাদের মধ্যে শিশু ৪৭ ও নারী ৩০ জন। ৯১৩ জন বেসামরিক মানুষ কাদের হাতে নিহত হয়েছেন জানা যায়নি।

সংস্থাটির মতে, রাশিয়ার বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪৩৬জন আর মার্কিন জোটের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৭৫৯ জন।

এলাকার ভিত্তিতে সবচেয়ে নিহতের ঘটনা ঘটেছে দামেস্কতে। এখানে নিহত হয়েছেন ২ হাজার ১৯ জন। এছাড়া রাক্কাতে ১ হাজার ৫১২, আলেপ্পোতে ১ হাজার ৩৫২ ও দেইর এজ-জৌরে ১ হাজার ৩২৪ এবং ইদবিলে ১ হাজার ২৫৬ জন।

এক হাজারের কম নিহতের ঘটনা ঘটেছে দারা (৮৮২), হামা (৮৫২), হোমস (৭৮১), হাসাকা (১৯৮) ও কুনেইত্রা (২৮) প্রদেশে।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত ধর্মী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। আর রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়া-ইরানও আইএস এবং বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রক্সি যুদ্ধে মেতে ওঠেছে বলে অনেকেই মনে করেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

/এএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা