X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় লালু প্রসাদের সাড়ে তিন বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ১৮:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:১২

 

 

ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড ও ৫ লাখ ভারতীয় রুপি জরিমানা করেছেন আদালত। পশুখাদ্য ক্রয় কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ায় রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত তাকে এ সাজা দেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালূ প্রসাদ যাদব

সাজা ঘোষণার আগে লালুর ছেলে ও আরজেডি দলের নেতা তেজাশ্বরী যাদব বিচার বিভাগের উপর আস্থা রাখার কথা জানান। তিনি বলেন, ‘বিচার বিভাগ তার দায়িত্ব পালন করেছে। আমরা সাজার রায় শোনার পর উচ্চ আদালতে জামিনের আবেদন জানাব।’ এই সপ্তাহে তিন বার স্থগিত হওয়ার পর শনিবার এক ভিডিও কনফারেন্সে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে বিচারক শিবপাল সিং তিরস্কার করে বলেন, ‘আসামিদের খোলা কারাগারে রাখাই উপযুক্ত হবে, কারণ তাদের গরু পালনের অভিজ্ঞতা আছে।’

সিবিআই আদালত গত ২৩ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধানসহ আরও ১৫ আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে বিহারের দেওঘর জেলার কোষাগার থেকে ৮৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ২০১৩ সালে করা এ সংক্রান্ত ৫টি মামলার প্রথমটিতে লালু যাদব দোষী সাব্যস্ত হন। এজন্য তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী বর্তমানে রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে আছেন।

দ্বিতীয় মামলায় স্বাস্থ্যের দোহাই দিয়ে সর্বনিম্ন সাজার আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব। তার আইনজীবী চিত্তরঞ্জন সিনহা জানিয়েছিলেন, লালু প্রসাদ  বিভিন্ন শারীরিক সমস্যার ভুগছেন। তার বয়স বিবেচনা করে তাকে সর্বনিম্ন সাজা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তার আইনজীবী। লালু তার আবেদনে উল্লেখ করেন, ‘এ কেলেঙ্কারির ঘটনায় আমার সরাসরি সম্পৃক্ততা নেই। বয়স ও স্বাস্থ্য বিবেচনায় সর্বনিম্ন শাস্তির আবেদন করছি।’

২০১৩ সালের ডিসেম্বরে লালুর বিরেুদ্ধে খাদ্য ক্রয় সংক্রান্ত ৫টি মামলা দায়ের করা হয়। ১০ দিন পর মামলা থেকে বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়। এসব মামলার ৩৪ আসামির মধ্যে ১১ জন বিচার চলাকালে মারা গেছেন। তাদের মধ্যে একজন দোষ স্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত ১৬ জনের মধ্যে ফুলচাঁদ মণ্ডল, বিক জুলিয়াস ও মহেশ প্রসাদ নামে ভারতীয় প্রশাসনের তিন কর্মকর্তাও রয়েছেন।

/আরএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা