X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ১৩:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৭
image

ভূমধ্যসাগরে আবারও শরণার্থীবাহী রাবারের একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে শতাধিক শরণার্থী ছিলেন। উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ১৭ জনকে। আশঙ্কা করা হচ্ছে, বাকিরা হয়তো ডুবে গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার খোমস থেকে যাত্রা শুরু করেন। মাঝপথে নৌকা ডুবে যায়। নৌকার অংশবিশেষ ধরে ১৭ জনকে ঝুলতে দেখেন লিবিয়ার কোস্টগার্ড।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশিম বলেন, কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে উদ্ধার করতে পেরেছেন। বাকিদের খোঁজ এখনও মেলেনি। অভিযান চলছে।

এদিকে পৃথক দুটি নৌকা থেকে লিবিয়ার কোস্টগার্ড ২৭৯ শরণার্থীকে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন লিবিয়ায় অবস্থান করা আল-জাজিরার প্রতিবেদক। এর মধ্যে ১৭ শিশু ও ১৯ জন নারী রয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

গত সপ্তাহেই লিবিয়া উপকূলে অভিবাসীবাহী এক নৌকা ডুবে অন্তত আটজন নিহত হয়েছিলেন। জীবিত উদ্ধার করা হয় ৮৪ জনকে। 

 

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে