X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘সম্পর্ক’ গোপন রাখতে পর্নো তারকাকে ১ কোটি টাকা দেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৭:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ বছর আগে এক পর্নো তারকার সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং ২০১৬ সালে নির্বাচনের আগে এ বিষয়ে মুখ বন্ধ  রাখতে প্রায় এক কোটি সাত লাখ টাকা (১ লাখ ৩০ হাজার ডলার) দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর খবরে এই দাবি করা হয়েছে। তবে স্টর্মি ডেনিয়েলস নামে অভিনয় করা ওই পর্নো তারকা, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

মাইস্পেস অ্যাকাউন্টে পাওয়া ছবিতে ট্রাম্পের সঙ্গে স্টেফানি

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০১৬ সালে নির্বাচনের চূড়ান্ত মুহূর্তের আগে ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেনই সম্পর্ক গোপন রাখার জন্য স্টেফানি ক্লিফোর্ডকে এই অর্থ দেন।

প্রতিবেদনটিতে ওই ‘ঘটনা সম্পর্কে অবগত মানুষে’র সাক্ষাৎকারের বরাত দিয়ে এই অভিযোগ তোলা হয়েছে। তবে গোপন রাখতে হয়ে স্টেফানি অর্থগ্রহণ করেছেন বলে কোনও নথি হাজির করা হয়নি। এতে বলা হয়েছে, ২০০৬ সালে স্টেফানির সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক ছিল। এক বছর পর ট্রাম্প মেলানিয়াকে বিয়ে করেন।

মাইকেল কোহেন অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এক বিবৃতিতে স্টেফানি নিজেও এ অভিযোগের কথা অস্বীকার করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টিকে পুরনো এবং নতুন করে সামনে আনা হয়েছে বলে জানিয়েছেন।

স্টেফানির মাইস্পেস অ্যাকাউন্টের একটি ছবিতে তার সঙ্গে ট্রাম্প রয়েছেন বলে দেখা যায়। ছবিটি ২০০৬ সালের জুলাই মাসে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নির্বাচনের শেষ দিকে স্টেফানি একটি টেলিভিশনে গুড মর্নিং আমেরিকাতে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা বলেন দাবি উঠে। ওই সময় ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানি ও হামলার অভিযোগ এনেছিলেন। ওই সময় ট্রাম্পের প্রচারণা শিবিরের এক মুখপাত্র দুজনের মধ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন এবং স্টেফানি এ ধরনের কোনও অনুষ্ঠানে উপস্থিত হননি বলে দাবি করেন। সূত্র: গার্ডিয়ান।

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা