X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে দেখা করা হবে ‘তেতো বড়ি’ গেলা: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ০৯:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:১৩
image

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার অনুভূতি সুখকর হবে না বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘পাপোষের মতো’ ব্যবহার করেছে। দেশটির সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

ইমরান খান- ফাইল ছবি

গত সপ্তাহের শনিবার (৭ জানুয়ারি) এক নির্বাচনি সমাবেশে আফগানিস্তানে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করবার পর পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান এই মন্তব্য করলেন। পাকিস্তানে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইমরান সেদিন বলেছিলেন,  যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জঙ্গিবাদ দমনে ব্যর্থ হয়ে সেই দোষ এখন পাকিস্তানের ওপর চাপাতে চাইছে আমেরিকা।

এই সপ্তাহের শনিবার এক সংবাদ সম্মেলনে সেই কথার প্রতিধ্বনি করেন ইমরান। জানান, ৯/১১ হামলার পর ২০০১ সালে মার্কিনিদের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণের আমি কঠোর বিরোধিতা করেছিলেন তিনি। ইমরান বলেন, পাকিস্তানের এটা নিয়ে কিছুই করার ছিলো না। মার্কিনিদের সঙ্গে পাকিস্তানের সহযোগিতাকে তিনি সমর্থন করেন। তবে আফগান সীমান্তে উপজাতি অধ্যুষিত অঞ্চলে মাঠের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রাস করে ফেলাকে সমর্থন করেন না তিনি।

নববর্ষের দিনে এক টুইট বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ এনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফ থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। গত সপ্তাহে দুই দেশের সেনা প্রধানের আলাপের ভিত্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয় দুই দেশের এই এই সম্পর্কের জটিলতা সাময়িক পর্যায়ের।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে পিটিআই নেতা ইমরান বলেন, অবশ্যই, আমরা কথা বলবো। তবে তিনি মনে করিয়ে দেন মার্কিন কর্তৃপক্ষ সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে নিহত হাজার হাজার পাকিস্তানি সেনা, আর সন্ত্রাসবাদী হামলায় নিহত সাধারণ পাকিস্তানিদের অসম্মান করেছে। ইমরান বলেন, এটা আমার জন্য ‘তেতো বড়ি’ গেলার মতো হলেও দেখা করবো।

 

/জেজে/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া