X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সন্দেহভাজনের ছবি ছাড়া জয়নাব হত্যা তদন্তে অগ্রগতি নেই

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১২:০৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১২:১৬
image





পাকিস্তানের পাঞ্জাবের কাসুরে ধর্ষণের পর হত্যার শিকার হওয়া ছয় বছরের শিশু জয়নাবের মামলার তদন্তের পঞ্চম দিনে সামনে এসেছে মূল সন্দেহভাজনের দুটি স্পষ্ট ছবি। এছাড়া এই মামলায় আর কোনও বড় অগ্রগতি নেই বলে জানিয়েছেন পাঞ্জাবের পুলিশ প্রধান আরিফ নওয়াজ খান। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, দ্রুতই অপরাধীকে আটকে সক্ষম হবেন তারা।

জয়নাব হত্যায় সন্দেহভাজন হিসেবে ডানের দুটি ছবি প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ।


গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাসে শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে ছয় বছরের শিশু জয়নাবকে অপহরণ করা হয়। ওই সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে। পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এক বছরের মধ্যে কাসুরে আরও ১১ টি শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। জয়নাবের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে কাসুর শহরসহ গোটা পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রবিবার জয়নাব হত্যা তদন্তে গঠিত যৌথ তদন্ত দল কাসুরে একই ধরণের ঘটনার শিকার ১১ শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। তবে কাসুর জেলা পুলিশ কর্মকর্তার (ডিপিও) বাসভবনের ওই বৈঠকে জয়নাবের পরিবারের সদস্যরা ছিলেন না।
১১ জানুয়ারি এই ঘটনার প্রথম সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পাঞ্জাব পুলিশ। ওই ফুটেজে এক ব্যক্তিকে এক শিশুর হাত ধরে হাঁটতে দেখা যায়। পুলিশ দাবি করে, সেটি ছিল শিশু জয়নাবকে দেখা যাওয়ার শেষ মুহূর্ত। ১১ জানুয়ারি লাহোর হাইকোর্ট সন্দেহভাজন অপরাধীদের ধরতে ১২ তারিখ সকাল আটটা থেকে ৩৬ ঘণ্টা সময় বেঁধে দেয় পাঞ্জাব সরকারকে। পরদিন ১৩ জানুয়ারি ওই ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করে পুলিশ।
পাকিস্তানের জিও টিভি পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক আরিফ নওয়াজ খানকে উদ্ধৃত করে জানায়, ওই ব্যক্তি আসলে ৮টি হত্যাকাণ্ডে জড়িত। তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষায় একটা বিষয় খুবই পরিষ্কার যে, আগের সাতটি ঘটনার পর এটা আট নম্বর ঘটনা যাতে একই অপরাধী এমন ভয়ংকর অপরাধ করেছে।’
রবিবারের জেলা পুলিশ কর্মকর্তার বাসভবনের বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র ডনকে জানিয়েছেন, মূল সন্দেহভাজনের একটি স্কেচ ওই ১১ টি শিশুর পরিবারকে দেখিয়ে তাকে চেনেন কিনা তা জানতে জাওয়া হয়েছে। তবে কেউ তাকে চিনতে পারেননি। এছাড়া এই ঘটনায় আরও একটি স্পষ্ট ছবি প্রকাশ করেছে পুলিশ। আগের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে এই ব্যক্তিকে জয়নাবের সঙ্গে দেখা গিয়েছিলো বলে দাবি তাদের। রবিবারও অপরাধীকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।
তবে মামলার অগ্রগতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন জয়নাবের পরিবার। হত্যার বিচার দাবিতে আন্দোলনের সময় আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দাবি করেছেন জয়নাবের বাবা আনিস। রবিবারও এই দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন শহরে। লন্ডনে পাকিস্তানের দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে।
এই ঘটনা তদন্তে কাজ করছে চারটি সংস্থা। তারা হলো কাউন্টার টেরোরিজম, ইন্টিলিজেন্স ব্যুরো, স্পেশাল ব্রাঞ্চ, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স সোসাইটি। তারা প্রত্যেকেই আলাদাভাবে সন্দেহভাজনদের আটক করেছেন।

/জেজে/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা