X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা-বাণিজ্য-চলচ্চিত্র: ভারত ও ইসরায়েলের মধ্যে ৯টি চুক্তি স্বাক্ষর

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:২৩
image

সাইবার নিরাপত্তাসহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইসরায়েল। সোমবার (১৫ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদী জানান, কৃষি থেকে শুরু করে প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে একাধিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি স্বাক্ষরিত হয়েছে জ্বালানি, সিনেমা ও বিমান চলাচল নিয়ে। এর পাশাপাশি, প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন নিয়েও একযোগে কাজ করতে রাজি হয়েছে ভারত ও ইসরায়েল।

নেতানিয়াহু ও মোদি

ভারত-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯২ সালে। কূটনৈতিক সম্পর্কের রজত জয়ন্তীতে রবিবার ছয়দিনের ভারত সফর শুরু করেন নেতানিয়াহু। রবিবার মোদি ও নেতানিয়াহু নয়াদিল্লির তিন মূর্তি চকের নতুন নামকরণ অনুষ্ঠানে যোগ দেন। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এর নতুন নামকরণ হয়েছে তিন মূর্তি হাফিয়া চক। প্রথম বিশ্বযুদ্ধে ইসরায়েলের শহর হাফিয়া রক্ষা করতে গিয়ে নিহত ৪৪ ভারতীয় সেনার স্মরণে এই স্থাপনা নির্মিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, সোমবার বৈঠকের সময় ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। আর মোদিকে ‘বিপ্লবী’ নেতা হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তার মতে, মোদির জন্য ভারতে বিল্পব ঘটেছে। একইসঙ্গে দুদেশের সম্পর্কেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে।নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে একটি রোড শোতে অংশ নেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। সেখান থেকে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে যাওয়ার কথা আছে তার। সেখানে বলিউড কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করে ইসরায়েলে চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য আহ্বান জানাবেন নেতানিয়াহু।

গত ১৫ বছরে এই প্রথম কোনও ইসরায়েলি প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। এর আগে ২০০৩ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন প্রথম ভারত সফর করেন। সে সময়েও ভারতের ক্ষমতায় ছিলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
সর্বশেষ খবর
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল