X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণের মাটিতে বাজবে উ. কোরীয় লোকসংগীত

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১০:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১০:৫৩
image

দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে ১৪০ সদস্যের অর্কেস্ট্রা দল পাঠাতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। ফলে প্রায় দুই দশক পর দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার জনপ্রিয় লোকসংগীত বেজে উঠবে। দক্ষিণ কোরিয়া মনে করছে এতে করে দুই দেশের জনগণের মাঝে ঐক্য গড়ে উঠবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

দক্ষিণের মাটিতে বাজবে উ. কোরীয় লোকসংগীত প্রতিবেদনে বলা হয়, সোমবার দুইপক্ষের সংলাপে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ে কয়েক মাসের উত্তেজনা কমার মধ্যেই এই ঘোষণা আসলো।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের পর থেকেই দুই কোরিয়া কৌশলগত যুদ্ধে ‍লিপ্ত আছে। সোমবার দুই দেশের কর্মকর্তারা এক বিরল সংলাপে মিলিত হন। আর সেখানেই ১৮ বছরের মধ্যে প্রথমবারের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির রাজধানী সিউলে ওই অর্কেস্ট্রা দল পারফরমেন্স দেখাবে বলে দুই পক্ষ সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান মধ্যস্থতাকারী লি উ সং বলেন, উত্তর কোরিয়া জানিয়েছে তাদের শিল্পীরা পানজমুনজোম এলাকা দিয়ে পায়ে হেটে সীমান্ত পার হবে।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর কোরিয়া দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ববর্তী তদন্ত দল পাঠাবে। তারা পারফরমেন্সের ভেন্যু, মঞ্চের অবস্থা, যন্ত্রপাতি বসানোসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি খতিয়ে দেখবে। দক্ষিণ কোরীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অর্কেস্ট্রা দল পাঠানোর ঘটনা দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন ও সাংস্কৃতিক একাত্মতা পুনরুদ্ধারে সাহায্য করবে।

উত্তর কোরীয় অর্কেস্ট্রা দল একটি ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশনের পরিকল্পনা করেছে। গানটি দুই দেশের মানুষের কাছেই পরিচিত। এটা জনগণের মধ্যে একত্রীকরণের ভাব জাগিয়ে তুলবে। এছাড়া দলটি ধ্রুপদী সংগীতও পরিবেশন করবে বলে জানান দক্ষিণ কোরীয় দূত লি।

আন্তঃকোরীয় সংলাপ পর্যায়ক্রমে দুটি পিস হাউজে অনুষ্ঠিত হয়ে থাকে। দক্ষিণ কোরিয়ার অংশে তা প্যানমুনজোম ও উত্তর কোরিয়া অংশে তা টোংলি প্যাভিলিয়ন। এলাকাটি দুই কোরিয়ার বেসামরিক এলাকা। গত সপ্তাহে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন, তারা সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান ও আকস্মিক সংঘাত এড়াতে সম্মত হয়েছেন। দুই বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ শেষে তারা ওই ঘোষণা দেন। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দক্ষিণ কোরিয়া আরও বলেছে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে মিলে একটি যৌথ নারী হকি দল গড়ার প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্মকর্তারা বলেছেন, তারা প্রস্তাবটি ভেবে দেখছেন। আগামী শনিবার (২০ জানুয়ারি) দুই পক্ষ বিষয়টি নিয়ে আইওসি’র আমন্ত্রণে আলোচনা করবে।

/আরএ/এমএইচ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ