X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এখনও ধরাছোঁয়ার বাইরে জয়নাবের খুনি, বাড়ছে তদন্তের আওতা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩
image

লাহোর হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার একদিন পরে এসেও এখনও গ্রেফতার করা যায়নি জয়নাব হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ‘সিরিয়াল কিলার’কে। ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যে এ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ আদালত পেতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। এবার তাই পাকিস্তানে শিশু জয়নাবকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তের এলাকাকে আগের চেয়ে বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে যৌথ তদন্ত দল (জেআইটি)। শুরুতে ঘটনার কেন্দ্রস্থল থেকে চারপাশে দুই কিলোমিটার পর্যন্ত তল্লাশির এলাকা নির্ধারণ করা হলেও তা এখন বাড়িয়ে তিন কিলোমিটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। জয়নাব হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার পাকিস্তান

৯ জানুয়ারি (মঙ্গলবার) পাকিস্তানের কাসুর শহরের এক আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় জয়নাবের মৃতদেহ। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে জয়নাবকে পাকিস্তানের কাসুর থেকে অপহরণ করে দুষ্কৃতীরা। ধারণা করা হচ্ছে, ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাস শেষে বাসায় ফেরার পথে জয়নাবকে তুলে নিয়ে যাওয়া হয়। জয়নাব হত্যা ও ধর্ষণের ঘটনায় এক সিরিয়াল কিলারকে দায়ী বলে মনে করা হচ্ছে।

পুলিশের দাবি, যেখান থেকে জয়নাবের মৃতদেহ উদ্ধার হয়েছে তার দুই কিলোমিটারের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এরইমধ্যে ২ কিলোমিটারের মধ্যে বসবাসরত ৩০০ সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা করে জয়নাবের ময়না তদন্তে পাওয়া ডিএনএ’র সঙ্গে মিল পায়নি পুলিশ। জেলা পুলিশ কর্মকর্তার বাসভবনের বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র ডনকে রবিবার জানিয়েছেন, মূল সন্দেহভাজনের একটি স্কেচ ওই ১১ টি শিশুর পরিবারকে দেখিয়ে তাকে চেনেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। তবে কেউ তাকে চিনতে পারেননি।

আগের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে এই ব্যক্তিকে জয়নাবের সঙ্গে দেখা গিয়েছিলো বলে দাবি পুলিশের। তারা জানিয়েছে, এদিন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছিলো ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যে। তবে এখন পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি। এবার তাই তল্লাশির এলাকা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডন জানায়, যৌথ তদন্ত দল চারটি নতুন ভিডিও পেয়েছে। এগুলো তদন্তকারীদের জন্য সহায়ক হতে পারে।

জয়নাব কাসুরে এক বছরের মধ্যে যৌন নিপীড়নের শিকার ১২তম শিশু। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা ও তার আগে যৌন নির্যাতন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার পরিবারের দাবি, তাদের সন্তান নিখোঁজের পরপরই পুলিশকে জানানো হয়। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি জয়নাবকে হাত ধরে নিয়ে যাচ্ছে।

পাঞ্জাব পুলিশ দাবি করে, ওই ফুটেজে থাকা দাড়িওয়ালা ব্যক্তিকেই জয়নাব হত্যার প্রধান সন্দেহভাজন বিবেচনা করছে তারা। ওই দাড়িওয়ালা ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের দাবি, জয়নাবকে ধর্ষণের পর হত্যার মতো এক বছরে সংঘটিত এমন ৮টি ঘটনার হোতা ওই সিরিয়ার কিলার। তার হাতে ধর্ষণের শিকার হওয়া আরেক শিশু প্রাণে বেঁচে গেলেও অবস্থা গুরুতর। লাহোরের একটি শিশু হাসপাতালে তার চিকিৎসা চলছে। ময়না তদন্তের ভিত্তিতে পাঞ্জাব কর্তৃপক্ষ জয়নাবের সন্দেহভাজন খুনিকে একজন ‘সিরিয়াল কিলার’হিসেবে শনাক্ত করেছে।  

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো