X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের যথাসময়ের আগেই মিয়ানমারে ফেরত পাঠানোর বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং দেশটির মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ সতর্কতা জানানো হয়। তারা মনে করছেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ এখনও তৈরি হয়নি। কেননা বার্মিজ সেনাবাহিনী যুদ্ধের কৌশল হিসেবে ধর্ষণ এবং যৌন সহিংসতাকে ব্যবহার করেছে। সেখানে ধর্ষণকে যুদ্ধের একটি ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের নতুন এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি। এতে বলা হয়েছে, এটা পরিষ্কার যে, বার্মার (মিয়ানমার) সেনাবাহিনী ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্রের মতো ব্যবহার করছে। এমন বাস্তবতায় দেশটিতে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এটা এক ব্যাপক মানবিক ট্র্যাজেডি। এই রাষ্ট্রহীন রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিজ দেশে শিকার হচ্ছেন নানা রাষ্ট্রীয় নিপীড়নের।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য মনে করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ 'দ্রুত পদক্ষেপ' নিচ্ছে।

কমিটি বলছে, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রথাগত নেতৃত্ব ব্যবস্থা ভেঙ্গে পড়লেও রোহিঙ্গা ফেরতের ব্যাপারে তাদের মতামতের অভাবের বিষয়টি উদ্বেগজনক। বার্মায় বাস্তুচ্যুত রোহিঙ্গা বা অন্য সংখ্যালঘুদের ফেরতের ব্যাপারে গত ২০ বছরের অভিজ্ঞতা তাদের ওপর আস্থা রাখার মতো নয়। এটা গুরুতর উদ্বেগের বিষয়।’

তাছাড়া যে এক লাখ রোহিঙ্গাকে ফেরতের কথা বলা হয়েছে তাদের মতামতের বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা কোথায় যাবে তা এখনও পরিষ্কার নয়। তাদের সুরক্ষা নিয়েও উদ্বেগ রয়েছে। এই মানুষগুলোর জন্য যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।

হাউস অব কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি বলছে, বার্মিজ কর্তপক্ষের কর্মকাণ্ড লাখ লাখ মানুষের জন্য মানবিক বিপর্যয় নিয়ে এসেছে। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্রাণ সহায়তা হিসাবে বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হচ্ছে। এর বাইরে এই ঘটনার রাজনৈতিক প্রভাব রয়েছে। ওই এলাকা উগ্রপন্থী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বারুদের একটি স্তূপ হয়ে আছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক জেমস গোমেজ। তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই তাদের ফেরত পাঠানোর সময়সীমা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে যুক্তরাজ্য। তাদের ভ্যাকসিন কর্মসূচির আওতায় এসেছে ছয় সপ্তাহ থেকে ১৫ বছর বয়সের তিন লাখ ১৫ হাজারেরও বেশি শিশু।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট বলেন, আজকের দুনিয়ায় প্রতিরোধযোগ্য রোগে কোনও শিশুর মৃত্যু হওয়া উচিত নয়।

পেনি মরডান্ট-এর ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট  (ডিএফআইডি) রোহিঙ্গা শিশুদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে ২০ লাখ পাউন্ডের তহবিল যোগান দিচ্ছে। ওই কর্মসূচির জন্য ৩৪ লাখ পাউন্ডের তহবিল দরকার।

/এমপি/
সম্পর্কিত
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…