X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের ‘ফিলিস্তিনি সহায়তা তহবিলে’ বরাদ্দ কমালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ০৮:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৩৩
image

ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থায় বরাদ্দকৃত সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য ১২৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৬০ মিলিয়ন ডলার। মার্কিন এক কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘের ‘ফিলিস্তিনি সহায়তা তহবিলে’ বরাদ্দ কমালো যুক্তরাষ্ট্র

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬৫ মিলিয়ন ডলার সহায়তা কমিয়ে ফেলেছে ‍যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা দেবে তারা।

এর আগে ১৫ জানুয়ারি সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছিল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার জন্য বরাদ্দ সহায়তা কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তারা জানিয়েছিলো  বছরের প্রথম সহায়তাই অর্ধেকের বেশি কমিয়ে এনেছে ট্রাম্প প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, এই সহায়তা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, জাতিসংঘের অন্যান্য খাতেও সহায়তা কমে আসতে পারে।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, এই সহায়তা কমে যাওয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের দুর্ভোগ ভয়াবহ রুপ ধারণ করতে পারে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া ব্যাহত হলে তারা ফিলিস্তিনিদের জন্য সহায়তা কমিয়ে দেবেন।

২০১৬ সালে ৩৫৫ মিলিয়ন ডলার সহায়তা করে যুক্তরাষ্ট্র। এই বছরও এমনটা করার কথা ছিল। তবে ২ জানুয়ারি ট্রাম্পের এক টুইট পরিস্থিতি অন্যরকম হওয়ার আভাস দেয়। টুইটে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের জন্য কোটি কোটি ডলার খরচ করি। কিন্তু তারা আমাদের যথাযথ সম্মান দেয় না। ফিলিস্তিনিরা শান্তি আলোচনা করতে চায় না। তাহলে আমাদের তাদের সাহায্য করার কী দরকার।?’

রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলে, জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও শান্তি পরিকল্পনা মানবে না। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ১৯৯৪ অসলো চুক্তি ভঙ্গেরও অভিযোগ আনেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এই সংস্থায় মার্কিন সহায়তা কমানোর বিষয়টি জর্ডান ও লেবাননে চাপ সৃষ্টি করবে। চাপে পড়বে ফিলিস্তিনি কর্তৃপক্ষই। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গাজা উপত্যকা। ইসরায়েলি সহ কয়েকজন কর্মকর্তাদের আশঙ্কা এতে করে ফিলিস্তিনের মাঝে হামাস আরও জনপ্রিয় হয়ে উঠবে। ট্রাম্প যদিও ফিলিস্তিনিদের প্রতি মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন, তবে জাতিসংঘের শরণার্থী সংস্থাই প্রথম এর কবলে পড়বে।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা