X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ ও স্বেচ্ছামূলক করার তাগিদ জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:১৪
image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। দুই বছরের মধ্যে রোহিঙ্গাদেরপ্রত্যাবাসনের শর্ত রেখে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরের পর আলাদা আলাদাভাবে এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ চাইছে, মিয়ানমারে ফেরত যাওয়া রোহিঙ্গাদেরকে যেন স্ব-স্থানে পুনর্বাসিত করা হয়। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে তাড়াহুড়ো না করে তা স্বেচ্ছাভিত্তিক ও নিরাপদ করাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গা নারী-পুরুষ
মিয়ানমারের রাজধানী নেপিদোতে পররাষ্ট্র সচিব পর্যায়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘এই প্রত্যাবাসন যেন রোহিঙ্গাদের স্ব-ইচ্ছার ভিত্তিতে হয় তা নিশ্চিত করা জরুরি। এই প্রত্যাবাসন প্রক্রিয়া নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন এবং এই রোহিঙ্গারা যেন তাদের মূল বাসস্থানে ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রচুর বিনিয়োগ প্রয়োজন হবে, কারণ পুনর্গঠনমূলক অনেক কাজ করতে হবে। আর এসব কাজ যথাযথভাবে করার জন্য বিপুল সমন্বয়সাধন প্রচেষ্টা প্রয়োজন।’

গুতেরেস মনে করেন, রোহিঙ্গাদেরকে বাংলাদেশের শিবির থেকে নিয়ে যদি তাদের নিজেদের মূল বসতভিটায় না রেখে মিয়ানমারের শিবিরে স্থানান্তর করা হয় তবে তা আরও খারাপ হবে। এর মধ্য দিয়ে একটি দীর্ঘমেয়াদী কৃত্রিম পরিস্থিতি তৈরি হবে এবং তাদের স্বাভাবিক জীবন-যাপনে ফেরা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গুতেরেস জানান, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষর হওয়া ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তির সঙ্গে জাতিসংঘ কিংবা এর মানবাধিকার কমিশন ইউএনএইচআরসি জড়িত নয়। তবে স্বেচ্ছাভিত্তিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করলে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সাধ্যমতো সব সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন তিনি।    

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘সাধারণত এই ধরনের চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি দেশ এবং ইউএনএইচআরসি জড়িত থাকে। এই চুক্তির ব্যবস্থাপনায় ইউএনএইচআরসি সরাসরি জড়িত ছিল না, তবে তাদের সঙ্গে আলাপ করা হয়েছে। আমরা মনে করি, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এক্ষেত্রে ইউএনএইচআরসিকে পুরোপুরি জড়িত হতে হবে।

এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া স্ব-ইচ্ছা ভিত্তিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার আহ্বান জানিয়েছে। দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ের্ট বলেন, ‘নির্ধারিত সময়সীমা রক্ষা করার চেয়ে যতদিন লাগে সময় নিয়ে লোকজনের স্বেচ্ছা ও নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

হিথার আরও বলেন, ‘যদি কেউ দেশে ফেরাকে নিরাপদ বলে মনে না করে তবে তাদেরকে জোর করে নিজেদের বাড়িতে কিংবা সম্প্রদায়ের কাছে ফেরত পাঠানো হোক তা আমরা চাই না। এটি পুরোপুরিভাবে অকার্যকরী।’

দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় সংখ্যালঘুরা সামাজিক বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন হিথার। তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গারা দেশটির নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রহরীদের হাতে জাতিগত নিধনের শিকার হয়েছে। দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় সংখ্যালঘুরা সামাজিক বৈষম্য ও সহিংসতা শিকার হচ্ছেন। মুক্তমতের বিরুদ্ধে সাজা, ধর্মান্তরে বাধা কিংবা নির্দিষ্ট বিশ্বাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রচলিত থাকা আইন ও নীতিমালা এই ধরনের পরিস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে।’

ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করাটা ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের বিষয় বলেও দাবি করেন তিনি।

 

/এফইউ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!