X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার ফিলিস্তিনিদের জন্য ৪৫ মিলিয়ন ডলার খাদ্য সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৮, ১৩:১৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৩:১৯
image

ফিলিস্তিনিদের জন্য জরুরি খাদ্য সহায়তা হিসেবে প্রতিশ্রুত ৪৫ মিলিয়ন ডলার দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পশ্চিম তীর/গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর করা জরুরি আবেদনের প্রেক্ষিতে এই সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে বৃহস্পতিবার সেটি স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এবার ফিলিস্তিনিদের জন্য ৪৫ মিলিয়ন ডলার খাদ্য সহায়তা স্থগিত করলেন ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউএআরডব্লিউএ কমিশনার জেনারেল পিয়েরে ক্রাহেনবুল ১৫ ডিসেম্বর পশ্চিম তীর ও গাজার জন্য ৪৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা চান। জবাবে পররাষ্ট্র দফতরের এক চিঠিতে বলা হয়, ‘২০১৮ সালের শুরুর দিকেই এই সহায়তা দেওয়া হবে।’ তবে এবার সে অবস্থান থেকে সরে এসেছে তারা।

গত মঙ্গলবার পররাষ্ট্র দফতর থেকে ঘোষণা আসে যে তারা ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থায় বরাদ্দকৃত সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য ১২৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৬০ মিলিয়ন ডলার। তারা দাবি করে, জাতিসংঘের এই সংস্থায় সংস্কার প্রয়োজন।

দফতরের মুখপাত্র হেদার নরেট দাবি করেন, ফিলিস্তিনিদের শাস্তির উদ্দেশ্য এই পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘের সংস্থাকে তারা কখনোই ৪৫ মিলিয়ন ডলারের নিশ্চয়তা দেয়নি। শুধু সম্ভাবনার কথা বলা হয়েছিলো।  

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা দিচ্ছিনা তার মানে এই না যে আমরা ভবিষ্যতেও সহায়তা করবো না।’

আবারও জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার সংস্কারের কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, অন্যান্য দেশ থেকে আসা অর্থেরও সুষ্ঠু বণ্টন প্রয়োজন। আমরা অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

খাদ্য ও অন্যান্য সহায়তা বন্ধ করলেও নরেট দাবি করেন, যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে উদার দেশ। এবং তারা এভাবেই থাকবে।

২ জানুয়ারি এক টুইটবার্তায় ট্রাম্প জানিয়েছিলেন ফিলিস্তিনিদের জন্য কোটি কোটি ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোনও ফল আসছে না।

 

/এমএইচ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!