X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লাতিন আমেরিকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সমালোচনায় পোপ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:০০
image

লাতিন আমেরিকান অঞ্চলে রাজনীতিকদের দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান প্রকাশ করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। এক সপ্তাহের লাতিন আমেরিকা সফরের সমাপ্তি টানার আগে পেরুর একটি বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে অঞ্চলটির দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

পোপ ফ্রান্সিস
গত সপ্তাহের সোমবার লাতিন আমেরিকায় এক সপ্তাহের সফর শুরু করেন ৮১ বছর বয়সী পোপ। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চিলি থেকে পেরুতে পৌঁছান তিনি। রবিবার পেরুর বিভিন্ন জায়গা থেকে আসা বিশপদেরকে নিয়ে সমাবেশ করেন পোপ। সেখানে তিনি বলেন, ‘ব্যতিক্রম ঘটনা আছে ঠিকই কিন্তু লাতিন আমেরিকার রাজনৈতিক সংস্কৃতি যতটা না স্বচ্ছ তার চেয়ে বেশি অসুস্থ ধারার।’

রাজনীতিকদের দুর্নীতির প্রসঙ্গ টেনে পোপ বলেন, ‘রাজনীতি সংকটে আছে, লাতিন আমেরিকায় অনেক বেশি সংকটে আছে। পেরুতে কী হচ্ছে? যখনই একজন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ করছেন তখনই তাকে জেলে যেতে হচ্ছে। (ওল্লান্টা) হুমালা জেলে আছেন, (আলেজান্দ্রো) টোলেডোর জেল হয়েছে (যুক্তরাষ্ট্রে আছেন), ফুজিমোরিকে আটক করা হয়েছে; অ্যালান গার্সিয়া জেলের ভেতরে না বাইরে আছেন তা নিশ্চিত নয়। নৈতিকতার কী হয়েছে? দুর্নীতির কথা বলে এমন মানুষদের হাতে যদি আমরা নেতৃত্ব ছেড়ে দিই তবে আমরা শেষ হয়ে গেলাম।’ 

এর আগে শনিবার লাতিন আমেরিকায় নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। শনিবার (২০ জানুয়ারি) পেরুর উত্তরাঞ্চলীয় শহর ট্রুজিলোতে সমাবেশ করেন। সেখানে ল্যাটিন আমেরিকান নারীদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানান তিনি। পোপ বলেন,‘ল্যাটিন আমেরিকান অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। মারধর, ধর্ষণ ও হত্যাসহ নারীদের বিরুদ্ধে অগণিত সহিংসতার ঘটনা ঘটছে।’

ফ্রান্সিস আক্ষেপ করে বলেন,‘অনেক সহিংসতার ঘটনা আছে যা অনেকগুলো দেয়ালের আড়ালে চাপা পড়ে যায়।’ সবাইকে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘আইন প্রণয়ন এবং সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যানের সংস্কৃতি গড়ে তোলাসহ এই ভোগান্তির উৎসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’

 জাতিসংঘের হিসাব অনুযায়ী,নারী হত্যার সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫টি দেশের মধ্যে অর্ধেকই লাতিন আমেরিকান।

 

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা