X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের ৮২ শতাংশ সম্পদ কুক্ষিগত করেছেন ১ শতাংশ ধনী

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৫:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০০:৫৬
image

বিশ্বের ৪২ জন ধনী দখলে রেখেছেন পৃথিবীর ৫০ শতাংশ দরিদ্রতম মানুষের সমান সম্পদ। বৈষম্যবিরোধী বেসরকারি আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের সবশেষ প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, ওই ৪২ ধনী ব্যক্তি বিশ্বের ৩৭০ কোটি দরিদ্রতম মানুষের সমান সম্পদের অধিকারী। পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদেরকে বৈষম্য নিরসনে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছে ওই সংস্থা। তাদের পরিসংখ্যান বলছে,  ২০১৫ সাল থেকে ৯৯ শতাংশের অর্জিত সম্পদের চেয়ে বেশি সম্পদ অর্জন করে আসছে ১ শতাংশ ধনী। ২০১৭ সালে এসে মোট বিশ্ব সম্পদের ৮২ শতাংশই চলে গেছে মাত্র ১ শতাংশ ধনী মানুষের হাতে।

বৈষম্যের প্রতীকী ছবি
সম্পদ-বৈষম্য অক্সফাম ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনাগুলোর একটি। ধারাবাহিকভাবে তারা এ নিয়ে বাৎসরিক প্রতিবেদন হাজির করে থাকে। ২০১৬ সালে ৬২ ধনীর হাতে বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষের সম্পদ কুক্ষিগত থাকার কথা জানিয়েছিল অক্সফাম। ২০১৭ সালে অর্ধেক দরিদ্রতম মানুষের সম্পদ চলে যায় ৬১ জনের হাতে।সংস্থাটির এবারের প্রতিবেদনে সেই বৈষম্য আরও প্রকট হওয়ার আভাস পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান থেকে জানা গেছে, দরিদ্রতম অর্ধেক মানুষের সম্পদ চলে গেছে বিশ্বের মাত্র ৪২ জন ধনীর হাতে। অক্সফামের দাবি, গত ১২ মাসে ধনকুবেরদেরকে প্রতি দুই দিন পর পরই সম্পদ অর্জনের নতুন রেকর্ড গড়তে দেখা গেছে। অথচ একই সময়ে বিশ্ব জনসংখ্যার দরিদ্রতম ৫০ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ বাড়ার কোনও লক্ষণ দেখা যায়নি।

অক্সফাম গ্রেট ব্রিটেনের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং মনে করেন, ‘শীর্ষ পর্যায়ে সম্পদের এই পুঞ্জিভূবন সমৃদ্ধ অর্থনীতির চিহ্ন নয়, বরং এটি এমন এক ব্যবস্থার লক্ষণ যা কম মজুরিতে আমাদের জন্য পোশাক ও খাদ্য উৎপাদনকারী লাখ লাখ শ্রমিককে ব্যর্থ করছে।’ অক্সফাম জানিয়েছে, ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে বিশ্বের ধনীদের সম্পদের পরিমাণ ১৩ শতাংশ করে বেড়েছে। সংস্থাটি মনে করে, যখন ন্যূনতম মজুরি পাওয়ার জন্য লাখ লাখ মানুষ সংগ্রাম করছে তখন এতো অল্প সংখ্যক মানুষের হাতে এতো বেশি সম্পদ কুক্ষিগত থাকাটা ‘অগ্রহণযোগ্য’। বৈষম্য কমাতে কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফাম।

ধনী-গরিব বৈষশ্যের ইনফোগ্রাফ
  

সম্পদ বৈষম্যের তথ্য উঠে এসেছে অন্যান্য সংস্থার প্রতিবেদনেও। গত ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৭ সালে বিশ্বের ধনকুবেররা আগের চেয়ে আরও বেশি সম্পদের মালিক হয়েছেন। শীর্ষস্থানীয় ৫০০ ধনীর সম্পদের পরিমাণ হিসাব করে ব্লুমবার্গ জানায়, ২০১৭ সালে তারা সবাই মিলে আগের চেয়ে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার বেশি ধনী হয়েছেন। আগের বছরের তুলনায় এর পরিমাণ চার গুণ বেশি। ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০১৭ সালে বিশ্বের ধনী শ্রেণির সম্পদের পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন