X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফুটবল তারকা জর্জ উইয়াহ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২২:৩৫

লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক আন্তর্জাতিক ফুটবল তারকা জর্জ উইয়াহ। এর মধ্য দিয়ে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হলেন উইয়াহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন লাইবেরিয়ান প্রেসিডেন্ট জর্জ উইয়াহ

উইয়াহের শপথ গ্রহণের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশটিতে গত ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হলো। লাইবেরিয়ায় সর্বশেষ ১৯৪৪ সালে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল। সে সময় উইলিয়াম তুবমানের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট এডউইন বারক্লায়।

সোমবার (২২ জানুয়ারি) লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার কাছে একটি স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঘানা, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, মালি, আইভোরি কোস্টের রাষ্ট্রপ্রধানসহ বেশ কয়েকজন আফ্রিকান ও বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

১৯৬৬ সালের ১ অক্টোবর লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার একটি বস্তিতে জন্ম নেন জর্জ উইয়াহ। এরপর ফুটবলার হিসেবে তারকা খ্যাতির মাধ্যমে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পান। একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহ রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন ১৫ বছর আগে। ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে হেরে যান তিনি। ছয় বছর পর ভাইস প্রেসিডেন্ট পদেও পরাজয় হয় তার। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর এবার প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পেয়ে গেলেন তিনি। এমন জীবন কাহিনীর জন্য অনেক লাইবেরিয়ান ৫১ বছর বয়সী নেতাকে বীর হিসেবে অভিহিত করছেন।

নির্বাচনের আগে উইয়াহ দেশ থেকে দুর্নীতি দূর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। লাইবেরিয়া আকরিক লোহা ও রাবার রফতানির ওপর নির্ভরশীল। তবে বর্তমানে দুটি পণ্যেরই দাম নিম্নমুখী। এছাড়া দেশটি মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা রোগ মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। লাইবেরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটির ৮০ শতাংশ মানুষের দৈনিক আয় দেড় ডলারেরও কম।

 

/আরএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে