X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দাভোস সম্মেলনে যাচ্ছেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০০:১৪

মার্কিন প্রশাসনে শাটডাউন বা অচলাবস্থার কারণে পূর্ব নির্ধারিত দাভোস সম্মেলনে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্মেলনে যোগ দিতে বুধবার সুইজারল্যান্ডে পৌঁছানোর কথা ছিল তার। তবে সোমবার ট্রাম্পের মুখপাত্র হোগান গিডলে ডেইলি মেইলকে জানিয়েছেন, ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এর আগে অবশ্য হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিচ্ছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত দেশজুড়ে অচলাবস্থার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে শাটডাউন শুরুর পর প্রথম কর্মদিবস শুরু হচ্ছে আজ। সোমবার অচলাবস্থার প্রথম দিনই কাজে যোগ দিতে পারছেন না কয়েক লাখ সরকারি চাকরিজীবী। মার্কিন সিনেট অস্থায়ী বাজেট বিল পাস করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত অনেক কর্মচারীকে বেতন দেওয়া হবে না। তবে পরিস্থিতি উত্তরণে সোমবার স্থানীয় সময় দুপুরে সিনেটে ভোটাভুটির কথা রয়েছে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় শনিবার স্থগিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ থেকে দেখা গেছে, বাজেট নিয়ে সিনেটরদের ভাগ হয়ে যাওয়ার মূল কারণ অভিবাসন নীতিতে প্রস্তাবিত পরিবর্তন। যুক্তরাষ্ট্রে অবৈধ তরুণ অভিবাসীদের সামাজিক সুরক্ষায় সাবেক ওবামা প্রশাসন ঘোষিত ‘ড্রিমার কর্মসূচি’ পরিচালনায় বরাদ্দকৃত অর্থ নিয়ে দুই ভাগে ভাগ হয় সিনেট। ওই কর্মসূচির আওতায় যে সাত লাখ তরুণ-তরুণী সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছে, তাদের ব্যাপারে কোনও স্থায়ী সমাধানকে সমঝোতার শর্ত হিসেবে তুলে ধরে ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধিরা পুরো বিষয়টিকে সাময়িক সমাধান হিসেবে দেখতে আগ্রহী। এ নিয়ে রিপাবলিকানদের সঙ্গে মতবিরোধ হওয়ায় শেষ পর্যন্ত বাজেটের সমঝোতা প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬০ ভোটও মেলেনি। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেটরদের ভোটের সংখ্যা ৫১টি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ‘নিউক্লিয়ার অপশন’ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন কংগ্রেসের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়ের বিতর্কের ইতি টানতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা পয়েন্ট অব অর্ডারে এই প্রস্তাব তুললে তা মেনে নেওয়া হয়ে থাকে। মার্কিন কংগ্রেসে এখন পর্যন্ত দুই বার ২০১৩ ও ২০১৭ সালে এ ধরনের ভোটাভুটি হয়েছে। দুই বারই রিপাবলকিান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা থাকায় তা কোনও চ্যালেঞ্জের মুখে পড়েনি।

/এমপি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়