X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিজেপির সঙ্গে তিন দশকের মিত্রতা ছাড়ার ঘোষণা শিব সেনার

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:০৯
image





হিন্দুত্ববাদী জাতীয়তার ভিত্তিতে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে গড়া প্রায় তিন দশকের জোট ছাড়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের শক্তিশালী রাজনৈতিক দল শিব সেনা। মঙ্গলবার মুম্বাইতে দলের জাতীয় নির্বাহি কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর শিব সেনার প্রেসিডেন্ট উদাভ ঠাকরে এই ঘোষণা দেন। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শিব সেনা জানিয়েছে আগামী ২০১৯ সালের জাতীয় এবং মহারাষ্ট্রের বিধান সভা নির্বাচনেও এককভাবে অংশ নেবে তারা।

মোদির নেতৃত্বাধীন বিজেপির মিত্রতা ছাড়ার ঘোষণা দিলো শিব সেনা

সাংবিধানিকভাবে সেক্যুলার ভারতে হিন্দুত্ববাদী জাতীয়তায় বিশ্বাসী অন্যতম দুই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)ও শিব সেনা। ১৯৮৯ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রথম জোটবদ্ধ হয় তারা। পরে একাধিকবার রাজ্যটিতে জোট সরকার গঠন করে মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনীতিতে শক্ত ভিত্তি দাঁড় করায় শিব সেনা। ২০১৪ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ শুরু হয়। ওই নির্বাচনে বিজেপি জিতলে প্রথমে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইলেও পরে সরকারে অংশ নেয় তারা। মঙ্গলবারের ঘোষণার মধ্য দিয়ে সেই পুরনো মিত্রতা ছাড়া স্পষ্ট হলো।








মঙ্গলবার দলের বৈঠক শেষে উদাভ ঠাকরে ঘোষণা দেন, ‘আমরা জোট ছাড়াই সব রাজ্যের নির্বাচনে অংশ নেব।’ শিব সেনার এই ঘোষণার পর মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় বলেছেন, বিজেপি সবসময়ই জাতীয়তাবাদী দলগুলোর ঐক্য চায়। শিব সেনার এই সিদ্ধান্তে আমরা ভীত নই, রাজ্যে নির্বাচনে জেতার মতো আমাদের প্রচুর কর্মী রয়েছে।



ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জোট ছাড়ার ঘোষণা দিলেও মহারাষ্ট্র সরকারের ক্ষমতার ভাগ ছেড়ে দেবেন কি না তা স্পষ্ট করেননি উদাভ ঠাকরে। তবে সুইজারল্যান্ডে সফররত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনভিস সাংবাদিকদের বলেছেন, তার সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ন করবে।
মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ আসনের মধ্যে ২০১৪ সালে নির্বাচনে বিজেপি ১২২ আসন পায়। সরকার গঠনে প্রয়োজনীয় ১৪৪ আসনের জন্য ৬৩ আসনে জেতা শিবসেনাকে সরকারের ভাগ দেয় তারা।
নাম প্রকাশ অনিচ্ছুক শিব সেনার এক উর্ধ্বতন নেতা রয়টার্সকে জানিয়েছেন, ২০১৪ সালে মহারাষ্ট্রে বেশি আসন পাওয়ার পর বিজেপি মিত্রদের এড়িয়ে চলতে থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের বৈঠকের পর শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত অভিযোগ করেন তিন বছর ধরে ক্ষমতা ব্যবহারে শিব সেনার সঙ্গে অসহযোগিতা করে আসছে বিজেপি।

/জেজে/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ