X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাটডাউনের অবসান ডেমোক্র্যাটদের সমঝোতা নাকি আত্মসমর্পণ?

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ২১:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৩০
image

রিপাবলিকানদের আশ্বাসে একটি স্বল্প মেয়াদী ব্যয় বিল পাস করে মার্কিন সরকারের অচলাবস্থা দূর করতে সিনেট ডেমোক্র্যাটরা ‘সমঝোতা’ করায় খোদ ডেমোক্র্যাটদের অভ্যন্তরেই ক্ষোভ জমেছে। সিনেটে রিপাবলিকান মেজরিটি লিডার মিচ ম্যাককনেল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কাউকেই তারা বিশ্বাস করতে পারছেন না। ডেমোক্র্যাট সিনেটরদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিবাসনসংক্রান্ত অ্যাক্টিভিস্টরাও। ডেমোক্র্যাট সিনেটররা রিপাবলিকান নেতার আশ্বাসে আশাবাদী হলেও আদৌ সে আশ্বাস পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন তারা। অনেকে একে জনগণের সঙ্গে ডেমোক্র্যাট সিনেটরদের ‘বিশ্বাসঘাতকতা’ বলেও মনে করছেন।

সিনেট ডেমোক্র্যাটরা সোমবার সমঝোতায় পৌঁছায়
মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রায়ই কংগ্রেস তা পাস করতে ব্যর্থ হয়। সে কারণে গত বছরের অর্থ বরাদ্দ চালু রাখতে ফেডারেল এজেন্সিগুলোকে অস্থায়ীভাবে তহবিল যোগান দিতে হচ্ছে। ড্রিমার অভিবাসীদের সুরক্ষার ইস্যুটিকে সামনে এনে বাজেট আটকে দেয় ডেমোক্র্যাট সিনেটররা। শনিবার থেকে বন্ধ হয়ে যায় মার্কিন সরকারের বিভিন্ন দফতর। তিন দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বা অচলাবস্থা চলার পর সোমবার ডেমোক্র্যাটরা তিন সপ্তাহের জন্য একটি ‍ব্যয় বিল পাসের ব্যাপারে সম্মত হয়। সিনেটের রিপাবলিকান মেজরিটি লিডার মিচ ম্যাককনেলের আশ্বাসের ভিত্তিতে তারা এ সম্মতি জানান। সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারের অচলাবস্থা দূর করতে একটি স্বল্প মেয়াদী ব্যয় বিলের ব্যাপারে সোমবার সিনেট ডেমোক্র্যাটরা যে সম্মতি দিয়েছেন তাকে ‘সমঝোতা’ নামে ডাকা হচ্ছে। তবে প্রগতিশীল ও অভিবাসন সংক্রান্ত অ্যাক্টিভিস্টদের কেউ কেউ এক্ষেত্রে অন্য একটি শব্দ ব্যবহার করছেন। তাহলো: ডেমোক্র্যাটদের ‘আত্মসমর্পণ’।

ড্রিমার অভিবাসীদের পক্ষে সোচ্চার থাকা ডেমোক্র্যাট সিনেটর ডিক ডুরবিন গার্ডিয়ানকে বলেন, ‘এটি (বিলটি) আংশিকভাবে আমাদের বিজয়। পাঁচ বছরের মধ্যে অভিবাসন প্রশ্নে প্রথমবারের মতো এতো অগ্রগতি হয়েছে, একটি ডেডলাইন দেওয়া হয়েছে, ডিএসিএ’র প্রতি অপর পক্ষের স্বীকৃতি আদায় করে একটি প্রক্রিয়ার মধ্যে আনা গেছে। তারা শব্দটি ব্যবহার করতে শুরু করেছে। লিডার ম্যাককনেল আজ শব্দটির ব্যবহার শুরু করেছেন। আজ আমরা কোথায় পৌঁছাতে চেয়েছিলাম সেটা বড় কথা নয়, বরং আমি মনে করি আমরা অন্য যেকোনও সময়ের চেয়ে এখন আমাদের লক্ষ্যের খুব কাছে চলে গেছি।’

২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদের মনোনয়নপ্রাপ্ত টিম কেইনের কণ্ঠেও একই কথাই প্রতিধ্বনিত হয়েছে। টিম কেইন বলেন, ‘আমরা আজ অঙ্গীকার করেছি যে প্রেসিডেন্ট চান বা না চান আমরা অভিবাসন ইস্যুটিকে সামনে এগিয়ে নিয়ে যাব।’

শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল ওবামা প্রশাসন। এর আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস,পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান প্রায় ৭ লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’। তবে গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ড্রিমারদের পরিণতি নির্ধারণের বিষয়টি সিনেট মেজরিটি লিডারের হাতে দিয়ে দেওয়ায় অনেক ডেমোক্র্যাটদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। কারণ সিনেট মেজরিটি লিডারকে তারা বিশ্বাস করেন না। আর প্রেসিডেন্ট তো এরইমধ্যে নিজেকে ‘অনিশ্চয়তায় থাকা আলোচনাকারী’ হিসেবে সাব্যস্ত করেছেন।

মিচ ম্যাককনেল
বিলটির বিরোধিতা করছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হারিস। তিনি বলেন, ‘আমি একবারেই বিশ্বাস করি না তিনি কোনও অঙ্গীকার করেছেন। আমি মনে করি, তিনি অঙ্গীকার করেছেন এ কথা বিশ্বাস করাটা মূর্খতা।’ হারিস ছাড়াও সিনেটর কোরি বুকার, কিরস্টেন গিলিব্রান্ড, বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনসহ বেশ কয়েকজন প্রগতিশীল আইনপ্রণেতা বিলটির বিরোধিতা করেছেন।

ডেমোক্র্যাটদের এ সিদ্ধান্তকে অনেকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন। জাতীয় অভিবাসন সংক্রান্ত এডভোকেসি গ্রুপ আমেরিকা’স ভয়েস এর নির্বাহী পরিচালক ফ্র্যাংক শ্যারি বলেন,  ‘প্রগতিশীল মূল্যবোধ আর ড্রিমারদের সুরক্ষার প্রশ্নে দাঁড়িয়ে গত সপ্তাহে ডেমোক্র্যাটরা যখন লড়াই করেছিল, আনন্দে আমার চোখে তখন জল চলে এসেছিল। আজ আমার চোখ ভরা হতাশা আর ক্ষোভের অশ্রু, ডেমোক্র্যাটরা যা উপেক্ষা করেছে।‘ 

ট্রাম্পের মেয়াদের এক বছর পূর্তিতে তার এবং কংগ্রেসনাল রিপাবলিকানদের বিরোধিতা করে নারীদের বিক্ষোভ হয়েছে। লাখো অ্যাক্টিভিস্ট বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন। অনেকে তরুণ অভিবাসীদের জন্য ‘ড্রিম অ্যাক্ট’ আইন চালুর দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। ইন্ডিভিজিবল এর সহ নির্বাহী পরিচালক লিয়াহ গ্রিনবার্গ বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল সপ্তাহান্তে। আপনাদের সমর্থকেরা আপনাদের লড়াইয়ের মাঠে দেখতে চায়। কেন তা আপনাদের মাথায় ঢোকে না?’

প্রগতিশীলদের সংস্থা ডেমোক্র্যাসি ফর আমেরিকা এর নির্বাহী পরিচালক চার্লস চাম্বালাইন বলেন, ডেমোক্র্যাটরা ‘নৈতিক ও রাজনৈতিক নির্বুদ্ধিতার এক বিস্ময়কর প্রদর্শনী’। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা নিশ্চিত যে ভোটাররা তাদের পক্ষে আছে। জনমত জরিপে দেখা গেছে, কংগ্রেসের দুই কক্ষ ও হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে থাকা রিপাবলিকানদেরকে দায়ী করার পক্ষে মত এসেছে। তবে শাটডাউন শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের আক্রমণ করে কথা বলতে থাকেন। তারা বলতে থাকেন, ডেমোক্র্যাটরা অনথিভুক্ত অভিবাসীদেরকে অগ্রাধিকার দিচ্ছে।

অর্গানাইজিং ফর আমেরিকা এর অ্যাক্টিভিস্ট জেসে লেহরিক বলেন, ‘এটা উল্লেখযোগ্য যে রিপাবলিকানরাই একটি রিপাবলিকান সরকারকে চালু রাখতে পারে না। এখন আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে যে মিচ ম্যাককনেল তার কথা রেখেছেন।’

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক