X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১২ এপ্রিল থেকে পানি সরবরাহ বন্ধের শঙ্কায় কেপ টাউন

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ২১:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২১:২৬
image

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খরার আশঙ্কায় শহরবাসীদের পানি ব্যবহার কমিয়ে আনতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের ৪০ লাখ মানুষ যদি পানির ব্যবহার না কমায় তবে ১২ এপ্রিল তাদের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীণ হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

১২ এপ্রিল থেকে পানি সরবরাহ বন্ধের শঙ্কায় কেপ টাউন প্রতিবেদনে বলা হয়, দুই মাসের মধ্যে ব্যবহার না কমালে খরার ‍মুখে পড়তে পারে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহর। ১২ এপ্রিল থেকে প্রতিদিন ২৫ লিটার পানির জন্য ২০০ জনের লাইনে দাঁড়াতে হতে পারে কেপটাউনবাসীদের। এদিনকে বলা হচ্ছে ‘জিরো ডে’।

শহরটিতে প্রতিবছর লাখ লাখ পর্যটক বেড়াতে যান। তাদের জন্যও বর্জ্য ব্যবস্থাপনার কঠোর কিছু নীতি আরোপ করা হয়েছে। এছাড়া যেই ব্যক্তি প্রতিদিন নির্ধারিত ৮৭ লিটারের বেশি পানি ব্যয় করবে তাদের জন্য শাস্তিরও বিধান করা হয়েছে।  

এরপরও কমেনি পানির অপচয়। ফলে ‘ডে জিরো’কে নয়দিন এগিয়ে এনেছে প্রশাসন। ডেপুটি মেয়র ইয়ান নেলসন বলেন, ‘পানির বাঁধে ১.৪ শতাংশ স্তর নেমে যাওয়ায় আমরা জিরো এগিয়ে আনতে বাধ্য হয়েছি।’

প্রতিদিন যে হারে পানি কমছে তাতে করে খুব শিগগিরই সরবরাহ শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি। বলেন, ‘আমরা যদি সবাই এক হই, তাহলে এই জিরো ডে কে আরও পেছানো সম্ভব।’

জিরো ডে’তে সব বাড়িতে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় প্রশাসন থেকে পানি সংগ্রহ করতে হবে শহরবাসীকে।

১ ফেব্রুয়ারি পানি ব্যবহারে আরও কঠোর নিয়ম আরোপ করা হবে। ৮৭ থেকে পানির সর্বোচ্চ ব্যবহারের সীমা নামিয়ে আনা হবে ৫০ লিটারে। এর আগে পানি অপচয়কারীদের একটি তালিকা প্রকাশ করে সরকার। তাদের জরিমানাও করা হয়।

কৃষকদেরকে কৃষিকাজে পানি ব্যবহার কমিয়ে ফেলতে বলা হয়েছে। গাড়িওয়াশ প্রতিষ্ঠানগুলোও কাজ বন্ধ করে দিয়েছে। হোটেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ব্যবহার কমানো হয়। পর্যটকদেরও অনুরোধ করা হয়েছে যেন নিজেরা পানির অপচয় রোধ নিশ্চিত করেন। 

দক্ষিণ আফ্রিকার সামরিক ঘাঁটিতে পানি সংরক্ষণের বিষয়ে আলোচনা হচ্ছে। কর্তৃপক্ষ আরও আগে বিধিনিষেধ আরোপ করতে সক্ষম হয়নি বলে চলছে সমালোচনা।  

বিশেষজ্ঞরা জানান, এই নিয়মে চলতে থাকলে খরা এড়ানো সম্ভব হবে না। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ এর বিশুদ্ধ পানি বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টিন কোলভিন বলেন, ‘ডে জিরো আমাদের দিকে ধেয়ে আসছে। এটা এড়ানোর একমাত্র উপায় আমাদের অভ্যাসের পরিবর্তন। তবে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। এখনও অর্ধেকের বেশি মানুষ ৮৭ লিটার সীমা মানছে না।’

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের কাছে পানিবণ্টনের সুষ্ঠু পরিকল্পনা নেই বলে ধারণা করা হচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী