X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফ্রিকান অভিবাসীদের ধরিয়ে দিলে নাগরিকদের পুরস্কার দেবে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৮, ১০:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১০:১২
image

 

‘অবৈধ বহিরাগত ও নিয়োগকর্তাদের’ ধরিয়ে দিতে অভিবাসী পরিদর্শক নিয়োগ দিতে যাচ্ছে ইসরায়েল। চলতি মাসে এক বিজ্ঞপ্তিতে দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ নাগরিকদের এই ‘জাতীয় গুরুত্বপূর্ণ উদ্যোগ’ এগিয়ে নেওয়ার জন্য ৩০ হাজার সেকেল বা ৮ হাজার ৮৪৫ ডলার পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের সনাক্ত, তদন্ত, ও গ্রেফতার করা। আগামী মার্চের পর থেকে এই কার্যক্রম শুরু করতে পারবে নাগরিকেরা। তবে সরকারের এই উদ্যোগ দেশের অভ্যন্তরেই সমালোচনার মুখে পড়েছে। আফ্রিকা ভিত্তিক সংবাদমাধ্যম কোয়ার্টজ আফ্রিকা এই খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলে আফ্রিকান শরণার্থীদের বিক্ষোভ। সংগৃহীত ছবি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী ইসরায়েলে ২৭ হাজার ইরিত্রিয়ান, ৭ হাজার ৭০০ সুদানি নাগরিক অবৈধভাবে বসবাস করছে। এসব অভিবাসীদের দাবি যুদ্ধ, নিপীড়ন ও বাধ্যতামুলক সেনা নিয়োগ থেকে বাঁচতে পালিয়ে এসেছে তারা। তবে ইসরায়েলের কর্মকর্তারা ‘তাদের অবৈধ অনুপ্রবেশকারী’ ও ‘ক্যান্সার’ বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, এসব অবৈধ অনুপ্রবেশকারীরা অর্থনৈতিক সুযোগ খোঁজার মাধ্যমে ইসরায়েলের সমাজ কাঠামো ও ইহুদি পরিচয়কে হুমকির মুখে ফেলছে।  যদিও ইউএনএইচসিআরের মতে ২০০৯ সালে মাত্র ১০ ইরিত্রিয়ান ও একজন সুদানি নাগরিককে শরণার্থী মর্যাদা দিয়েছে ইসরায়েলে। সুদানের দারফুর থেকে আসা আরও ২০০ নাগরিক মানবিক মর্যাদা পেয়েছে।

কয়েক সপ্তাহ আগে ইসরায়েল ঘোষণা করে আফ্রিকা থেকে আসা অবৈধ অভিবাসীরা নিজেদের অথবা তৃতীয় কোনও দেশে স্বেচ্ছায় ফিরে যেতে চাইলে তাদের টিকেট কেনা, নথি সংগ্রহ ছাড়াও প্রত্যেককে সাড়ে তিন হাজার ডলার সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ ফিরে না গেলে মার্চ মাস শেষ হলেই তাদের গ্রেফতার করা হবে।

তবে শরণার্থীদের এভাবে ফিরিয়ে দেওয়ার সরকারি পরিকল্পনার সমালোচনা হচ্ছে ইসরায়েলের ভেতরেও। প্রায় পাঁচশো ইসরাইলি একাডেমিক ও ৩৫ জন প্রখ্যাত লেখক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, দেশে কোনও শরণার্থী সমস্যা নেই, এমনকি তাদেরকে নেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্যও রয়েছে। কাজেই এসব শরণার্থীদের কাজে নিয়োগ করা যেতে পারে। এছাড়া দেশটির কয়েকশ ইহুদি ধর্মবেত্তা বলেছেন, শরণার্থীদের লুকিয়ে রাখবেন তারা।

জাতিসংঘও সতর্ক করে দিয়ে বলেছে, ওইসব মানুষদের ফেরত পাঠানো হলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

 

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা