X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিষয়বস্তুতে 'বড় পরিবর্তন'র শর্তে জলবায়ু চুক্তিতে ফিরতে রাজি ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৮, ১৬:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৮:২২
image

চলতি মাসের শুরুতে শর্তসাপেক্ষে জলবায়ু চুক্তিতে ফেরার আভাস দেওয়ার ধারাবাহিকতায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, বিষয়বস্তুতে বড় ধরনের পরিবর্তনের সাপেক্ষেই কেবল প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরতে পারে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের টিভি চ্যানেল আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উষ্ণায়ন নিয়ে বিজ্ঞানীদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করেন। রবিবার (২৮ জানুয়ারি) রাতে প্রচারিত হতে যাওয়া সাক্ষাৎকারটির খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। তবে ট্রাম্প চুক্তিতে কী কী পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন, গার্ডিয়ানের প্রতিবেদন থেকে তা জানা যায়নি।
বিষয়বস্তুতে 'বড় পরিবর্তন'র শর্তে জলবায়ু চুক্তিতে ফিরতে রাজি ট্রাম্প

বৈশ্বিক উষ্ণতা রোধের লক্ষ্যে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের নেতৃত্বে একটি জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার ব্যাপারে হয় ১৯৭টি দেশ। যুক্তরাষ্ট্রও ওই জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে। তবে তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর পাল্টে যায় পরিস্থিতি। ২০১৭ সালের জুনে বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সমর্থন তুলে নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তির আওতায় জলবায়ু তহবিলে অংশগ্রহণ করা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর পক্ষে ট্রাম্পের যুক্তি,এটি মার্কিন স্বার্থবিরোধী। চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তিতে ফিরে যেতে পারে। আর এইবার আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনা হলে যুক্তরাষ্ট্র নতুন করে সেখানে যুক্ত হবে।  

আইটিভির সাক্ষাৎকারটি রবিবার রাতে প্রচারের কথা থাকলেও এর সারমর্মের প্রতিলিপি হাতে পাওয়ার দাবি করে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি জানায়, সাক্ষাৎকারে বর্তমান প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ’ ও ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের জন্য ওই প্যারিস চুক্তি বিপর্যয় ডেকে আনতো। তারা যদি ভালো একটি চুক্তি করতো তাহলে আমাদের ফিরে যাওয়ার পুরো সুযোগ ছিল।’

চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের শর্ত দিয়ে ট্রাম্প বলেন, ‘কেউ যদি প্যারিস চুক্তিতে ফিরে যেতে বলে তবে তা সম্পূর্ণ ভিন্ন চুক্তি হতে হবে। কারণ এখনকার চুক্তিটি ভয়ানক। আমি কি ফিরে যাব? হ্যাঁ, আমি ফিরব....ফিরতে চাইব। আমি তা করতে পছন্দ করব, আর সেটা আপনিও জানেন, এমানুয়েল ম্যাক্রোঁ।’ ট্রাম্পের দাবি, বিশ্ব উষ্ণ হওয়ার পাশাপাশি শীতলও হচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু প্রান্তের বরফগুলো দ্রুত গলছে বলে বিজ্ঞানীরা বার বার আভাস দিলেও তা মানতে রাজি নন তিনি। ট্রাম্পের দাবি, আভাস অনুযায়ী মেরু অঞ্চলের বরফ গলছে না। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বরফ খণ্ডগুলো গলতে যাচ্ছিল, এতোদিনে তা গলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তা রেকর্ড গড়ছে। রেকর্ড মাত্রায় জমছে।’ ট্রাম্প যা বলছেন তার সঙ্গে পরিসংখ্যান ও বিজ্ঞানীদের বক্তব্যের মিল নেই। দৈনন্দিন আবহাওয়ার তারতম্যজনিত ব্যতিক্রমকে বাদ দিলে বিশ্ব আসলে শীতল হচ্ছে না। একেবারে বিপরীতটাই ঘটছে। বরফ জমাট বাঁধার চেয়ে গলার পরিমাণ বেশি।  গার্ডিয়ান ট্রাম্পের বক্তব্যকে বিতর্কিত আখ্যা দিয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’