X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হামাস নেতাকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্তিতে উদ্বেগ তুরস্কের

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্তিতে উদ্বেগ জানিয়েছে তুরস্ক। শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এ উদ্বেগ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেন, মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে তুরস্ক উদ্বিগ্ন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসমাইল হানিয়া এবং রজব তাইয়্যেব এরদোয়ান আঙ্কারা বলছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন যা সরেজমিন বাস্তবতাকে উপেক্ষা করেছে। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও সংহতি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে হামাসকে মানবিক সহায়তা দেওয়া বন্ধ করবে না তুরস্ক। এছাড়া গাজা উপত্যকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেন, স্পষ্টতই এটি একটি বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত। কেননা, ফিলিস্তিনের রাজনীতিতে হামাস একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এখানে সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্বের ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত কোনও অবদান রাখবে না।

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্প আর নেতানিয়াহু’র ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরায়েলের পতাকা জ্বালিয়ে প্রতিরোধের দেয়াল তৈরি করেন হামাস সমর্থকরা। এর মধ্যেই সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধানকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলায় জড়িত হানিয়া। হামাসকে নিয়ে অবশ্য ইসরায়েল-আমেরিকার বাইরে সৌদি জোটেরও অস্বস্তি রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে ইতোপূর্বে হামাসকে সমর্থন দেওয়ার জন্য কাতারকে অভিযুক্ত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়