X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দায় স্বীকার তাহরির আল-শামের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

সিরিয়ায় রুশ সুখোই-২৫ যুদ্ধবিমান বিধ্বস্তের দায় স্বীকার করেছে সিরীয় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল-শাম। গত শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্তের ইদলিব প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দায় স্বীকার তাহরির আল-শামের বিধ্বস্ত বিমানটির পাইলট বিমান থেকে বের হতে পারলেও পরে সিরিয়ার বিদ্রোহীদের হাতে নিহত হন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বহনযোগ্য, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের দ্বারা আঘাত করা হলে বিমানটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে এটি বিধ্বস্ত হয়।

ইদলিবে আসাদ সরকারবিরোধী সবচেয়ে বড় শক্তি তাহরির আল-শাম। বার্তা সংস্থা এপি’কে তারা জানিয়েছে, ওই এলাকায় এ ঘটনার ২৪ ঘণ্টা আগে থেকে বিমান হামলা চালানো হচ্ছিল। এক পর্যায়ে বিদ্রোহীরা একটি বিমান বিধ্বস্ত করতে সক্ষম হয়। পরে এর পাইলটকে আটক করতে গেলে তিনি গুলি ছোড়েন। পাল্টা গুলি চালালে তিনি নিহত হন।

বিমান বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করা তাহরির আল-শামের পুরো নাম হায়াত তাহরির আল-শাম। দলটি আগে আল-নুসরা ফ্রন্টের অংশ ছিল। এই আল-নুসরা ফ্রন্ট ছিল আল কায়েদার সিরীয় শাখা।

সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকার করে দেওয়া বক্তব্যে সংগঠনটি দাবি করেছে যে, ভূপাতিত যুদ্ধবিমানটি সারাজিভ শহরে বোমা বর্ষণকালে বিধ্বস্ত হয়েছে। তাহরির আল-শাম ওই এলাকায় ভিন্ন ভিন্ন নামে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে।

বিদ্রোহীরা সোশ্যাল মিডিয়ায় বিমানটিতে আগুন ধরে যাওয়া ও বিধ্বস্ত হওয়ার ছবির পাশাপাশি নিহত পাইলটের মরদেহের ছবিও প্রকাশ করেছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত পাইলটের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় রুশ বিমান হামলা আরও বাড়ানো হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজ থেকেও ইদলিবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, রুশ বিমান ভূপাতিত হওয়ার স্থানটি মূলত সংঘর্ষমুক্ত এলাকা হিসেবে চিহ্নিত। গত সেপ্টেম্বরে রাশিয়া, তুরস্ক ও ইরানের উদ্যোগে এলাকাটিকে সংঘাতমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়। তবে গত ডিসেম্বরে রুশ যুদ্ধবিমানের সহায়তায় অঞ্চলটিতে ব্যাপক হামলা চালানো শুরু করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা