X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনার অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘কার্যত সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এ সম্পর্কে আমাদের জানা আছে। আমাদের মার্কিন সহকর্মীদের বলবো, তারা কিভাবে এসব কল্পনা করে।’ বুধবার রাশিয়ার সোচিতে ‘লিডারস অব রাশিয়া’ শীর্ষক এক প্রতিযোগিতায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সের্গেই ল্যাভরভ।

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া তিনি বলেন, সন্ত্রাসীদের পরাজিত করাই সিরিয়ায় মার্কিন উপস্থিতির একমাত্র উদ্দেশ্য; দৃশ্যত যুক্তরাষ্ট্র তার এমন অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা বলছে, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটিতে মার্কিন উপস্থিতি বিদ্যমান থাকবে।

এদিকে সিরিয়ার রুশঘনিষ্ঠ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশটির সরকারবিরোধীদের ওপর নতুন করে ক্লোরিন হামলার অভিযোগ করেছে ‘হোয়াইট হেলমেট’। উদ্ধার তৎপরতায় যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি বলছে, গত শনিবার ইদলিবে বিদ্রোহীরা রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিক্রিয়ায় এ হামলা শুরু করেছে আসাদ বাহিনী।

হোয়াইট হেলমেট জানিয়েছে, সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ‘ক্লোরিন বোমা’ নিক্ষেপ করা হয়েছে।

ক্লোরিনের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় আক্রান্ত অন্তত নয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউনিয়ন অব মেডিক্যাল কেয়ার অ্যান্ড রিলিফ অর্গানাইজেশনের একজন চিকিৎসক জানিয়েছেন, সারাকিব এলাকায় ক্লোরিনভর্তি যে  ব্যারেল ফেলা হয়েছে তা কাছের একটি সরকারি ঘাঁটি থেকে নেওয়া হয়েছে। ব্যারেলটি ফেলার পর বাতাসে ক্লোরিনের গন্ধ ছড়িয়ে পড়ে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও চোখে প্রদাহ শুরু হলে আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের মধ্যে ‘হোয়াইট হেলমেটের’ তিন স্বেচ্ছাসেবীও রয়েছেন।

সাধারণভাবে ক্লোরিন বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও অস্ত্র হিসেবে এর ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। উচ্চমাত্রায় ক্লোরিন ফুসফুসে প্রবেশ করলে তা মৃত্যুর কারণ হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!