X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লন্ডন হাইকমিশনে বিএনপি নেতাকর্মীদের হামলা, আটক ১ (ভিডিও)

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৩

আটক হওয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন (ছবি- প্রতিনিধি)

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় বুধবার বি‌কাল ৫টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এসময় পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছা‌সেবক দ‌লের এক নেতাকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সময় বুধবার বেলা ২টার দি‌কে বিএনপির শতাধিক নেতাকর্মী‍‍‍ ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হয়। এরপর এখান থেকে দূতাবাসে হামলা চালায় তারা। এসময় হাইকমিশনের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী লন্ডন স্বেচ্ছা‌সেবক দ‌লের সি‌নিয়র সহ-সভাপ‌তি মো. সোহাগ মিয়া স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বাংলা ট্রি‌বিউনকে বলেন, ‘বেলা ২টা (লন্ডন সময়) থে‌কে হাইক‌মিশ‌নের সাম‌নে যুক্তরাজ্য বিএন‌পির নেতাকর্মীরা বি‌ক্ষোভ পা‌লন কর‌ছি‌লেন। বি‌কাল ৫টার দি‌কে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে গেলে হাইকমিশনের কম‍‍র্কতা‍রা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু নেতাকর্মী হাইক‌মিশন ভব‌নে প্রবেশ করে ভাঙচুর করেন।’

ঘটনাস্থল থে‌কে পু‌লিশ যুক্তরাজ্য স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি না‌সির আহমদ শা‌হিনকে আটক ক‌রে বলেও জানিয়েছেন সোহাগ মিয়া। তিনি আরও জানান, না‌সির আহমদ শা‌হিন‌কে জা‌মি‌নে ছাড়ি‌য়ে আনার জন্য বিএন‌পিপন্থী একাধিক আইনজীবী পু‌লিশ স্টেশ‌নে গে‌ছেন। লন্ডন মেট্রোপলিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, আটককৃত ব্য‌ক্তিকে ওয়ান্ডওয়‌ার্থ পু‌লিশ স্টেশ‌নে নেওয়া হ‌য়ে‌ছে।

অন্য এক সূত্র জানায়, হামলার সময় বিএন‌পির নেতাকর্মী‌দের হা‌তে হাইক‌মিশ‌নের একজন কর্মী লাঞ্ছিত হয়েছেন।

এ‌দি‌কে লন্ডন সময় রাত ৯টার দি‌কে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইক‌মিশ‌নে প্র‌বেশ ক‌রে। এরপর তারা হাইকমিশ‌নের কর্মীদের ওপর হামলা চালায় এবং হাইকমিশনের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। এ সংবাদ বিজ্ঞপ্তিতে হাইক‌মিশন কর্মকর্তা এ কে এম কামাল লোহানীর সই রয়েছে‌।

 

/এমএ/এএইচ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও