X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিধনযজ্ঞ নিয়ে রয়টার্সের অনুসন্ধান প্রকাশের পর স্বাধীন তদন্তের আহ্বান

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৮

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নিধনযজ্ঞ নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাযজ্ঞ নিয়ে গ্রহণযোগ্য তদন্ত ও প্রতিবেদনটি তৈরিকারী মিয়ানমারের কারাগারে থাকা রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গা নিধনযজ্ঞ নিয়ে রয়টার্সের অনুসন্ধান প্রকাশের পর স্বাধীন তদন্তের আহ্বান

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যা ও গণকবরে মাটি চাপা দেওয়ার ঘটনাটির বিস্তারিত তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন তৈরিতে কাজ করছিলেন মিয়ানমারে গ্রেফতার হওয়া রয়টার্সের দুই সাংবাদিক। যাদেরকে দেশটির উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনটিতে উঠে এসেছে, কিভাবে দশজন সাধারণ রোহিঙ্গাকে চাপাতি দিয়ে কুপিয়ে বা গুলি করে হত্যা করেছে স্থানীয় বৌদ্ধ ও সেনারা।

প্রতিবেদনটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদান নোয়ার্ট বলেন, গণকবরের আগের খবরগুলোর মতোই এই প্রতিবেদনটি রাখাইনে নিপীড়নের অভিযোগের বিষয়ে স্বাধীন ও গ্রহণযোগ্য তদন্তে বার্মা (মিয়ানমার) কর্তৃপক্ষের সহযোগিতা করার গুরুত্ব হাজির করেছে।

মুখপাত্র আরও বলেন, এ ধরনের তদন্ত যা ঘটেছে সেটার বিস্তারিত চিত্র পেতে, নিপীড়িতদের শণাক্ত ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে সহযোগিতা করবে।

রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় এক বৌদ্ধের স্বীকারোক্তির কথা তুলে ধরা হয়। যে রোহিঙ্গাদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লাশ মাটিচাপা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত থাকা কোনও ব্যক্তির পক্ষে এধরনের স্বীকারোক্তি এই প্রথম প্রকাশ পেল।

প্রতিবেদনটি প্রকাশের পূর্বে নিধনযজ্ঞের বিষয়ে রয়টার্সের সংগৃহীত প্রমাণের বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতায় বৃহস্পতিবার জানান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আমরা অস্বীকার করছি না।

মুখপাত্র জানান, যদি নিপীড়নের ঘটনায় শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে তাহলে সরকার তদন্ত করবে।

তবে প্রতিবেদনটি প্রকাশের পর মিয়ানমার সরকারের কোনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনটি প্রকাশের পর ব্রিটিশ লেবার পার্টির এমপি রোজেনা অ্যালিন-খান বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়েছেন। গত বছর তিনি বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। রোজেনা বলেন, একটি গণহত্যার সময় আমরা দর্শক ছিলাম। এই প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ বাঁক, কারণ আগস্টের পর এই প্রথমবারের মতো এ ধরনের ঘটনার বিস্তারিত প্রকাশ হলো। আর আমরা তা একেবারে নিপীড়কদের কাছ থেকেই শুনছি।

ব্রিটিশ এমপি জানান, আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া উচিত।

জাতিসংঘের মুক্ত মত ও মতপ্রকাশ বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার ডেভিড কাইয়ি এক টুইটে বলেন, এই প্রতিবেদন নিয়ে কাজ করার সময় রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করে মিয়ানমার পুলিশ। তাদেরকে এখনও কারাগারে রাখা হয়েছে। অবশ্যই তাদের মুক্তি দেওয়া উচিত।

জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার বিষয়ক তদন্তকারী ইয়াংহি লিও ইন দিন নিধনযজ্ঞের স্বতন্ত্র, গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী।  হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় লাখেরও বেশি মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী