X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারত-ইসরায়েল ঘনিষ্ঠতা, ভারসাম্য রক্ষায় ফিলিস্তিন সফরে মোদি

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৬

ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহায়তায় প্রকাশ্যে অস্বস্তিতে পড়ার পর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিন ও উপসাগরীয় অঞ্চলে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরের লক্ষ্য মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সংহত করা।

নরেন্দ্র মোদি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ভারত এক সময় উচ্চকণ্ঠ ছিল। তবে সম্প্রতি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার কথা বলে ইসরায়েলের দিকে ঝুঁকেছে দিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলকে স্বাভাবিক মিত্র হিসেবে মনে করে। এমন বাস্তবতায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে ইসরায়েল সফর করেন মোদি। ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেন ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি এক সময় উচ্চকিত থাকা ভারত মোদি জামানায় ক্রমেই ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ায় মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোতে দেশটির ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে। এমন বাস্তবতায় ভারতীয় কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনিদের পাশে থাকবে ভারত। আর এ কারণেই মোদির সফরে ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি ও শিক্ষা খাতে সহায়তা বৃদ্ধির চেষ্টা চালানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি. বালা ভাস্কর বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমরা আলাদাভাবে বিবেচনা করে থাকি। আমরা তাদের দুটি আলাদা স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিসেবে দেখি। আর এই নীতির আওতায় প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন।

সফরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লায় ভারত-ফিলিস্তিন যৌথভাবে একটি প্রযুক্তি পার্ক গড়ে তুলবে। ওই পার্কের মাধ্যম আইটি বিশেষজ্ঞ গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার জর্ডান থেকে ইসরায়েল অধিকৃত রামাল্লায় যাবেন মোদি। গত বছরে ইসরায়েল সফরের সময় এই এলাকাটি এড়িয়ে যান ভারতীয় প্রধানমন্ত্রী।

টুইটারে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি নাগরিক ও তাদের উন্নয়নের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করতে উদগ্রীব হয়ে আছি।

উল্লেখ্য, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির ঘোষণাকে অকার্যকর করতে জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয় বিশ্বের অধিকাংশ দেশ। ভারতও ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার বিরুদ্ধে ভোট দেয়। তবে ইসরায়েলের সঙ্গে ভারতের নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে ফিলিস্তিনিদের উদ্বেগ রয়েছে।

ভারতকে অস্ত্র সরবরাহকারী শীর্ষ তিন দেশের একটি ইসরায়েল। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ কয়েক মিলিয়ন ডলার। নরেন্দ্র মোদি এবং নেতানিয়াহু দুই দেশের কৃষি, জ্বালানি, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুতে পারস্পরিক সহায়তার উদ্যোগ নিয়েছেন।

সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান যাবেন নরেন্দ্র মোদি। ভারতের অর্ধেক তেলের যোগান দেয় আমিরাত। অন্যদিকে ওমানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলেছে ভারতের নৌবাহিনী।

উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোতে ৯০ লাখ ভারতীয় নাগরিকের বসবাস। এসব প্রবাসী ভারতীয়রা প্রতি বছর নিজ দেশে ৩৫ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা পাঠান, যা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসী ভারতীয়দের পাঠানো অর্থের ওপর টিকে আছে দেশটির লাখ লাখ পরিবার।

এর আগে ২০১৫ সালে মোদির আমিরাত সফরকালে ভারতে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। সূত্র: রয়টার্স।

/জেজে/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম